<p>ইংলিশ ওপেনার ফিল সল্টের আইপিএল যাত্রা শুরু হয় ২০২৩ সালে, দিল্লি ক্যাপিটালসের হয়ে। ৯ ম্যাচে ১৬৪ স্ট্রাইক রেটে ২১৮ রান করেও গত আইপিএলে ছিলেন অবিক্রিত। তবে নিলামে বিক্রি না হলেও খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। মূলত আরেক ইংলিশ ওপেনার জেসন রয়ের সরে দাঁড়ানোয় তাকে দলে নেয় নাইডার্স। সেখানেই বাজিমাত। ১৮২ স্ট্রাইক রেটে ৪৩৫ রান করেন তিনি। কলকাতার শিরোপা জয়ে রাখেন বিরাট অবদান। </p> <p>এবারের নিলামে তাকে নিয়েই হলো কাড়াকাড়ি! ১১ কোটি রুপিতে তাকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বড় অঙ্ক পেয়ে উচ্ছ্বসিত সল্ট। অবশ্য তার র উচ্ছ্বাসের জায়গা আছে আরো। বিরাট কোহলির সঙ্গে ইনিংস শুরু করতে তর সইছে না এই ব্যাটসম্যানের।<br />  <br /> বেঙ্গালুরুর প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার এর মধ্যেই বলে দিয়েছেন, কোহলির উদ্বোধনী জুটির সঙ্গী হিসেবেই সল্টকে দলে নিয়েছেন তারা। ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান নিজেও তাকিয়ে আছেন কোহলির সঙ্গে জুটি গড়ার অপেক্ষায়। তাকে সতীর্থ হিসেবে পেয়ে ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছেন নিজের ভালো লাগার কথা। </p> <p>“ভিরাটের জন্য আমার সম্মান অনেক অনেক বেশি। বিপক্ষে খেলার সময় অনেকবারই তার সঙ্গে টুকটাক কথা হয়েছে আমার… হাসি-মজা হয়েছে। এবার তার সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি আমি।”</p> <p>বেঙ্গালুরুর হয়ে ইনিংস শুরু করেই এর আগে অসাধারণ পারফর্ম করে গেছেন ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলের মতো আগ্রাসী ব্যাটসম্যানরা। সেই পথ ধরেই এবার নেওয়া সল্টকে। এই উইকেটরক্ষক ব্যাটার নিজেও বেঙ্গালুরুর সেই ধরনের সঙ্গে মানানসই মনে করেন নিজেকে।</p> <p>“তাদের খেলার পরিষ্কার একটি ধরন আছে, সেটা হলো মাঠে নামা ও আগ্রাসী খেলা। সবসময়ই আক্রমণাত্মক ক্রিকেটার বেছে নিয়েছে তারা এবং তাদের ব্যাটিং লাইন-আপ সবসময়ই ছিল বিশ্বমানের।”</p>