<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুদ্ধবিধ্বস্ত দেশ লেবানন থেকে দুই দফায় আরো ৯৬ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় ও রাত ১টায় বাণিজ্যিক ফ্লাইটে তাঁরা ঢাকায় পৌঁছেন। এ নিয়ে তিন দফায় ১৫০ জন প্রবাসী বাংলাদেশি ফেরত এসেছেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ৯৬ বাংলাদেশি সৌদি এয়ারলাইনসের দুটি ফ্লাইটে ঢাকায় ফিরেছেন। এসভি ৮১০ ফ্লাইটে ৬৫ জন  এবং এসভি ৮০২ ফ্লাইটে ৩১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রত্যাবাসনকৃত এসব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।</span></span></span></span></p>