<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একই কারিকুলাম ও পাঠ্যসূচির আওতায় অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাব্যবস্থা চালুর দাবি জানিয়েছে প্রাথমিক শিক্ষক সমিতি। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তারা। এ সময় প্রাথমিকে স্বতন্ত্র ক্যাডার সার্ভিস চালুসহ আরো আট দাবি জানানো হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, প্রাথমিকে স্বতন্ত্র ক্যাডার সার্ভিস চালু করতে হবে। শুধু সহকারী শিক্ষক নবম গ্রেডে পিএসসির মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে। সব পদে নিয়োগ বন্ধ রেখে শুধু সহকারী শিক্ষকদের মধ্যে থেকে মেধা ও যোগ্যতা যাচাই সাপেক্ষে বিভাগীয় উচ্চ পদে শতভাগ পদোন্নতির মাধ্যমে মহাপরিচালক পদ পর্যন্ত নিয়োগদানের ব্যবস্থা করতে হবে। জাতীয় করা শিক্ষকদের গেজেট, পরিপত্র, দেশের প্রচলিত বিধি-বিধানের আলোকে বেসরকারি চাকরিকালের ৫০ শতাংশ ধরে জ্যেষ্ঠতা, পদোন্নতি, উত্তোলিত টাইম স্কেল ও গেজেটে বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেটভুক্ত করার ব্যবস্থা নিতে হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, বর্তমানে কর্মরত শিক্ষকদের জন্য যোগ্যতাভিত্তিক ভিন্ন ভিন্ন স্কেল প্রদান করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম, কম্পিউটার, ল্যাপটপ ও পাঠদানের উপকরণসামগ্রী সরবরাহ করতে হবে। প্রতিটি বিদ্যালয়ের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একজন অফিস সহকারী নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং বাকি বিদ্যালয়গুলোতে পিয়ন নিয়োগের ব্যবস্থা করতে হবে। সর্বশেষ আইএলও ও ইউনেসকো সনদ অনুযায়ী প্রাথমিক শিক্ষা সম্পর্কিত সব কমিটিতে ফলপ্রসূ সিদ্ধান্তের জন্য শিক্ষক প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে।</span></span></span></span></p>