<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ভুয়া মামলায় কেউ যাতে হেনস্তার শিকার না হয়, সে বিষয়ে সরকার সজাগ আছে। আগে ভুয়া মামলা করত পুলিশ। ১০টা নাম দিত আর ৫০ জনকে বেনামি আসামি করত। এখন জনগণ দিচ্ছে ১০টা নাম, ৫০টা বেনাম। এটি কিন্তু হচ্ছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরো বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ জন্য কিন্তু আমরা নির্দেশনা দিয়েছি। এ সম্পর্কে আমরা টাকা দিয়ে বিজ্ঞাপন দিয়েছি বিভিন্ন মিডিয়ায়। অ্যাকচুয়াল মামলা হলে আপনারে ধরার কথা। এ রকম যাদের আছে, কাউকে কি ধরা হইছে? মামলাটা তো আমার পুলিশ, র‌্যাব, আর্মি, আনসার দেয়নি; পাবলিক দিয়েছে। তাই আপনি যাতে কোনো হেনস্তার শিকার না হন, এ জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আপনাদের কাছে অনুরোধ, মিথ্যা সংবাদ দেবেন না। যেটা ঘটে নাই, সেটা বলবেন না। এতে পাশের দেশ সুবিধা পেয়ে যায়। আমাদের দেশের মিডিয়ার যে একটা সুনাম আছে, পাশের দেশের মিডিয়ার কিন্তু কোনো সুনাম নাই। তারা মিথ্যাই প্রচার করে সবচেয়ে বেশি। আর এই মিথ্যাটারে কাউন্টার করতে পারেন আপনারা (সাংবাদিকরা)। আপনারা কাউন্টার করেন।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চট্টগ্রামে সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের নতুন ঐক্যজোট অভিযোগ করেছে সরকার, রাষ্ট্র ও প্রশাসনের একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার জন্য ইন্ধন দিচ্ছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এটার উত্তর আপনারা সবচেয়ে ভালো দিতে পারেন। আপনি এটা লেখেন আমরা কোনো কিছু কারো ক্ষতি করছি না। আপনারা অনুসন্ধান করে বলেন। আপনি বললে আমার থেকে বেশি ভালো।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p> </p> <p> </p>