<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">যুক্তরাষ্ট্র ও কানাডায় সরকারি সফর  শেষে আগামীকাল শুক্রবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশে ফিরবেন। গত ১৫ অক্টোবর ১০ দিনের সরকারি এই সফরের উদ্দেশ্যে দেশ ছাড়েন সেনাবাহিনী প্রধান। সেদিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরকালে তিনি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনসংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ বিবেচনায় জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।  ২৫ অক্টোবর তিনি দেশে ফিরবেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে গতকাল আমেরিকা থেকে কানাডায় পৌঁছান ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধানের সফরসংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।</span></span></span></span></span></p> <p> </p> <p> </p>