<p>আদানি গ্রুপের কম্পানিগুলোর দরপতন অব্যাহত রয়েছে শেয়ারবাজারে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আদালতে ভারতীয় এই ব্যবসায়ী গ্রুপের নির্বাহীদের বিরুদ্ধে ঘুষের অভিযোগ আনার পর এই দরপতন শুরু হয়। গতকাল মঙ্গলবার বিএসইতে আদানি গ্রুপের কম্পানিগুলোর শেয়ারের দরপতন ঘটেছে ৭ শতাংশ পর্যন্ত। রেটিং এজেন্সি ফিচ কম্পানির কিছু বন্ডকে সতর্ক দৃষ্টিতে রাখার ঘোষণা দেওয়ার পরই বড় দরপতন ঘটে।</p> <p>সবচেয়ে বেশি দরপতন হয়েছে আদানি গ্রিন এনার্জির শেয়ারে, ৭ শতাংশ। আদানি এনার্জি সলিউশনসের শেয়ার দরপতন হয়েছে ৫ শতাংশ, আদানি এন্টারপ্রাইজের দর পড়েছে প্রায় ৪ শতাংশ, আদানি টোটাল গ্যাস, আদানি পাওয়ার ও আদানি উইলমার—প্রতিটির দর পড়েছে ৩ শতাংশ করে। আদানি পোর্ট ও আমবুজা সিমেন্টের শেয়ারদর পড়েছে প্রায় ২ শতাংশ করে। এ ছাড়া এসিসি ও এনডিটিভির প্রত্যেকের শেয়ার দর পড়েছে ১ শতাংশ করে। মূলত ফিচ আদানি গ্রুপের কিছু বন্ডের সম্ভাব্য অবনমনের উদ্দেশ্যে সতর্ক দৃষ্টিতে রাখার ঘোষণা দেওয়ার পরই শেয়ারবাজারে এই দরপতন হয়েছে।</p> <p>বিনিয়োগ করবে না ফ্রান্সের টোটালএনার্জিস : আদানি গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে আপাতত বিনিয়োগ করবে না টোটালএনার্জিস। ফ্রান্সের বড় এই জ্বালানি কম্পানি তাদের সিদ্ধান্তের কথা জানাল। টোটাল বলেছে, আদানি গ্রিন এনার্জি লিমিটেডে যে মার্কিন তদন্ত চলছে, সে সম্পর্কে তারা অবগত ছিল না।</p> <p>বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্ভাব্য ঘুষ লেনদেন ও দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ ওই তদন্ত চালায়। এক বিবৃতিতে টোটাল বলেছে, আদানি গ্রুপের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ ও এর পরিণাম সম্পর্কে যতক্ষণ না একটি পরিষ্কার ব্যাখ্যা পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত টোটালএনার্জিস আদানি গ্রুপর কম্পানিতে কোনো আর্থিক বিনিয়োগ করবে না।</p> <p>ওই বিবৃতিতে আরো বলা হয়, দুর্নীতির অভিযোগ তদন্ত চালানোর বিষয়ে টোটালএনার্জিসকে অবহিত করা হয়নি।</p> <p>গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আইনজীবীরা আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনেন। তাদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী গ্রুপের মালিক গৌতম আদানি, তার ভাইয়ের ছেলে সাগর আদানি ও আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। অভিযোগে বলা হয়, ব্যাবসায়িক সুবিধা পেতে তারা ২০২১ সালের জুলাই থেকে ২০২৪ সালের মধ্যে ভারতীয় কর্মকর্তাদের প্রথমে অবৈধ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি এবং পরে অর্থ দিয়েছেন। সূত্র : লাইভমিন্ট, রয়টার্স</p>