<p>জাহাজ নির্মাণ খাতে বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে যৌথ বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মতবিনিময়সভায় এমন আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সায়দানি। তিনি বলেন, আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ আলজেরিয়া। এলএনজিসহ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই দেশে রয়েছে বিনিয়োগের অফুরন্ত সম্ভাবনা। এখানকার এলএনজি এবং সার ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়। তাই কৃষি, শিক্ষা, ওষুধ এবং সার উৎপাদন খাতে বিনিয়োগ করতে বাংলাদেশি ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। কারণ বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুবিধা দিয়ে থাকে আলজেরিয়া। এ জন্য বিনিয়োগের ক্ষেত্র উন্মোচনের লক্ষ্যে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ স্থাপনের ওপর গুরুত্ব রয়েছে। চট্টগ্রাম চেম্বার প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ এবং আলজেরিয়ার মধ্যে ধর্মীয়, সংস্কৃতি ও প্রথাগত অনেক মিল রয়েছে। উভয় দেশের মধ্যে রয়েছে বাণিজ্য, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত চুক্তি। তিনি বলেন, দেশের প্রধান বন্দরনগরী চট্টগ্রামে রয়েছে বিনিয়োগের অফুরন্ত সম্ভাবনা। চট্টগ্রামে অবস্থিত মিরসরাই অর্থনৈতিক শিল্পাঞ্চলে বিভিন্ন খাতে বিশেষ করে ওষুধ, সার ও জাহাজ নির্মাণ খাতে একক ও যৌথ বিনিয়োগের আহ্বান জানান।</p>