<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিগত বছরগুলোয় শ্রম ইস্যুতে বিশ্বমহলে বাংলাদেশের ভাবমূর্তি যতটা ক্ষুণ্ন হয়েছে, তা পুনরুদ্ধারে শ্রম সংস্কার কমিশন সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান শ্রম সংস্কার কমিশনার সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সভাকক্ষে কমিশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্রেড ইউনিয়ন করতে গিয়ে চাকরিচ্যুতি, হুমকি ও সহিংসতার শিকার হচ্ছেন অনেক শ্রমিক। আমাদের শ্রমিকদের মধ্যে রয়েছে নানা বৈচিত্র্য। শিশু থেকে বৃদ্ধ, নিরক্ষর থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী, সমতল থেকে পাহাড়ি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সব শ্রমিকের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। প্রয়োজনীয় পরামর্শ দিয়ে রাষ্ট্রকে আমাদের সহযোগিতা করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমিশনপ্রধান আরো জানান, শ্রম সংস্কার কমিশন বাংলাদেশের সব শ্রমিকের অধিকারের সুরক্ষা ও মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে সুপারিশ প্রণয়নে সচেষ্ট থাকবে। শ্রমিকের জন্য গণতান্ত্রিক শ্রম আইন, শোভন ও মর্যদাপূর্ণ কর্মসংস্থান, কাজের নিরাপত্তা, জাতীয় ন্যূনতম ও ন্যায্য মর্যাদাপূর্ণ মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সর্বজনীন সামাজিক নিরাপত্তা, সংগঠিত হওয়া, দর-কষাকষির ও ন্যায়বিচার পাওয়ার অধিকার, অবাধে ট্রেড ইউনিয়ন করার অধিকার, দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন ও ব্যবসায়ী সংগঠনের চর্চা, শিল্প খাত বিকাশের স্বার্থে দেশীয় ও আন্তর্জাতিক নীতি পর্যালোচনা ও সুপারিশসহ ন্যায্য অংশীদারি নিশ্চিত করার লক্ষ্যে কমিশন প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে। সুপারিশগুলো শুধু শ্রমিক ও শিল্পস্বার্থ এবং শিল্পসম্পর্ক চর্চা, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং মর্যাদাকর বাংলাদেশ গড়ে তোলার অভিযাত্রায় অবদান রাখবে।</span></span></span></span></p>