<p>চিন্ময় কাণ্ডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খানের পর এবার বদলি করা হয়েছে নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরীকে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে সিএমপি কমিশনার হাসিব আজিজ এই বদলির আদেশ দেন।</p> <p>কোতোয়ালি থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নগর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. আব্দুল করিমকে।</p> <p>বৃহস্পতিবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঘিরে আদালত প্রাঙ্গণের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যখন কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হলো, তখন পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল? কাদের ইন্ধনে চিন্ময় কৃষ্ণকে তিন ঘণ্টা রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল? তাঁকে হ্যান্ডমাইক দেওয়া হয়েছিল। প্রিজন ভ্যান থেকে তিনি কীভাবে বক্তৃতা দিলেন? এসব বিষয়ে তদন্ত করার জন্য পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছি।’</p> <p>নাজিম উদ্দিনের এমন প্রশ্নের কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে সিএমপি কমিশনার হাসিব আজিজ এই বদলির আদেশ দেন। একই আদেশে কোতোয়ালীর ওসি ফজলুল কাদের চৌধুরীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) বন্দরে বদলি করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চিন্ময় দাস ও সনাতনী আন্দোলনের সঙ্গে ইসকনের সম্পর্ক কী?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/28/1732794420-9e8a01bfb2c96c61eda1158eb7452e8d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চিন্ময় দাস ও সনাতনী আন্দোলনের সঙ্গে ইসকনের সম্পর্ক কী?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/28/1451639" target="_blank"> </a></div> </div> <p>সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সংঘর্ষের দুই দিন পর তার বদলির ঘটনা ঘটল। ওসির বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ তুলেন নগর পুলিশের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। </p> <p>এর আগে ঘটনার দিন বুধবার রাতে দক্ষিণ জোনের উপ-কমিশনার লিয়াকত আলী খানকে বদলি করে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স একটি প্রতিবেদনে তাকে উদ্ধৃত করে মন্তব্য ছাপায়, যা বির্তকের সৃষ্টি করে। পরে সিএমপির আপত্তিতে সেই মন্তব্য সরিয়ে নেয় রয়টার্স।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সিএমপির বিবৃতির পর প্রতিবেদন পাল্টে দিল রয়টার্স" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/27/1732701399-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সিএমপির বিবৃতির পর প্রতিবেদন পাল্টে দিল রয়টার্স</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/27/1451224" target="_blank"> </a></div> </div> <p>নতুন ওসি আবদুল করিম ২০২২ সালের আগস্টে নগর পুলিশের বিশেষ শাখা থেকে নগরীর ইপিজেড থানার ওসি হিসেবে দায়িত্ব পান। সেখানে এক বছরের মাথায় তাকে আবারও নগর পুলিশের বিশেষ শাখায় নেওয়া হয়।</p>