<p>ঢাকার কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের পাশের পানি প্রবাহের খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রইস আল রেজুয়ানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।</p> <p>এর আগে মহাসড়ক সংলগ্ন কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের ম্যানেজার (সেফটি অ্যান্ড পেট্রোল) আমিনুল ইসলাম খাল ও কালভার্টের মুখ ভরাটে অভিযুক্ত জহিরুল ইসলাম জহিরের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।</p> <p>কেরানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রইছ আল রেজুয়ান বলেন, ঢাকা-মাওয়া জাতীয় মহাসড়কের নিচ দিয়ে পানি সঞ্চালনের জন্য কালভার্টটি কতিপয় ব্যক্তি ভরাট করছে। এমন খবর পেয়ে সড়ক ও জনপদ অধিদপ্তরের সহায়তায় আজ এটি আবার উন্মুক্ত করা হয়েছে।</p> <p>তিনি বলেন, কোনোভাবে কেউ সরকারি কোনো স্থাপনা দখল করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।</p> <p>উল্লেখ্য, দক্ষিণ কেরানীগঞ্জ থানার আনোয়ার ফিলিংস্টেশন সংলগ্ন ঢাকা-মাওয়া মহাসড়কের কালভার্টের মুখ ইট ও মাটি দিয়ে বন্ধ করছে প্রভাবশালী একটি মহল। এতে পানির স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতায় প্রায় শত শত একর আবাদি জমি জলাবদ্ধ হওয়ার সম্ভাবনায় পড়ে। বর্ষা মৌসুমে এই খাল দিয়ে পানি নামার ফলে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে রক্ষা পায়। কিন্তু প্রভাবশালী ওই মহল সরকারি জায়গা দখল করতে চেষ্টা করায় এলাকাবাসী ও খাল সংলগ্ন কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন স্থানীয় প্রশাসনে অভিযোগ জানায়। পরে প্রশাসন এ অভিযান পরিচালনা করে।</p>