<p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, অস্থিরতা, অনিশ্চয়তা ও বিশৃঙ্খলার কারণে বেসরকারি খাতে উৎপাদনে স্থবিরতা দেখা দিয়েছে। নতুন বিনিয়োগও হচ্ছে না। অন্যদিকে সরকারি উন্নয়ন ব্যয়ও যদি না বাড়ে তাহলে তো অর্থনীতির মন্দা অবস্থা তৈরি হবে। এই পরিস্থিতিতে নতুন </span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">উদ্ভাবনী ও মানবসম্পদ উন্নয়নের জন্য দ্রুত সময়ের মধ্যে নতুন প্রকল্প তৈরি</span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">র কথা চিন্তা করছে অন্তর্বর্তী সরকার।</span></span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। একনেক সভায় চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনসহ পাঁচ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পরিকল্পনা উপদেষ্টা বলেন, বেসরকারি খাতে বিনিয়োগে স্থবিরতা চলছে। অস্থিরতার কারণে, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বেসরকারি খাতে উৎপাদনে স্থবিরতা দেখা যাচ্ছে। গার্মেন্টস খাতে স্থবিরতা আছে এবং তার মধ্যে বেসরকারি খাতে বিনিয়োগ নেই-ই। তার ওপর সুদের হার অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে উদ্যোক্তারা উৎসাহিত হচ্ছেন না নতুন বিনিয়োগে। অন্যদিকে সরকারি উন্নয়ন ব্যয়ও যদি না বাড়ে তাহলে তো অর্থনীতির মন্দা অবস্থা তৈরি হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তিনি বলেন, এই পরিস্থিতিতে নতুন </span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">উদ্ভাবনী ও মানবসম্পদ উন্নয়নের জন্য দ্রুত সময়ের মধ্যে নতুন প্রকল্প তৈরি</span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">র কথা চিন্তা করছে অন্তর্বর্তী সরকার। তিনি এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে সব উপদেষ্টাকে চিঠি দেবেন বলেও জানান। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের ধীরগতি কাটিয়ে বাস্তবায়ন বাড়ানোতেও তাগিদ দেবেন। তবে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে </span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দুর্নীতিমুক্ত</span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> রাখতে সব চেষ্টা অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি দেন।</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><strong><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৫১৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন</span></span></strong></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পৃথিবীর মধ্যে একমাত্র চট্টগ্রামেই </span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দোতলায়ও বন্যা হয়</span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> উল্লেখ করে দেশের এই বাণিজ্যিক জেলার জলাবদ্ধতা নিরসনে পাঁচ হাজার ১৫২ কোটি টাকা ব্যয়ে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের </span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চট্টগ্রাম পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন (ক্যাচমেন্ট-২ ও ৪)</span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> নামের প্রকল্প অনুমোদন দেওয়া হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অনেক কিছু ঘেঁটে একটি নতুন প্রকল্প হচ্ছে। খুব দীর্ঘমেয়াদি প্রকল্প। ২০২৫ সালের জানুয়ারি থেকে শুরু করে ২০৩২ সালের ডিসেম্বর পর্যন্ত। আট বছর মেয়াদি এই প্রকল্পে জাইকা চার হাজার ১৪৪ কোটি টাকা এবং সরকার ৯৬৯ কোটি টাকা অর্থায়ন করবে।</span></span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এই প্রকল্প বাস্তবায়ন করবে চট্টগ্রাম ওয়াসা, তবে চট্টগ্রামের পানি নিষ্কাশন সমস্যা শুধু একটি প্রকল্প দিয়ে সমাধান করা যাবে না। এর জন্য অন্তর্বর্তী সরকার ওয়াসার সঙ্গে চট্টগ্রাম স্থানীয় সরকার মন্ত্রণালয়, চট্টগ্রাম সিটি করপোরেশন এসব মিলে </span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সমন্বিতভাবে পরিকল্পনা</span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">র পরামর্শ দিয়েছে।</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><strong><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">উন্নয়ন বাজেটই ছোট হচ্ছে</span></span></strong></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিগত পনেরো অর্থবছরে সবচেয়ে কম বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে চলতি অর্থবছরের প্রথম চার মাসে। এ বিষয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এবার উন্নয়ন বাজেটটাই ছোট করব নানা কারণে। যে প্রকল্পগুলো ছিল, যেগুলো নতুন করে প্রস্তাব করা হয়েছে, তার অনেকগুলোই বাদ দিতে হয়েছে। অনেকগুলো তো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।</span></span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তিনি বলেন, সাধারণত সংশোধিত বাজেট ডিসেম্বরের দিকেই হয়। এ বছর এডিপি বাস্তবায়নের হার অনেক কম। প্রকল্প পরিচালকরা (পিডি) পালিয়ে যাওয়ায় উন্নয়ন প্রকল্পের গতি কমেছে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ৫ আগস্টের পর অনেক প্রকল্প পরিচালক পদত্যাগ করেছেন। আবার অনেকে পালিয়ে গেছেন। তারা এতটাই দুর্নীতি করেছেন যে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। </span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><strong><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">একের পর এক আন্দোলনে শিক্ষা উপদেষ্টার অসহায়ত্ব প্রকাশ</span></span></strong></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রাজধানীতে শিক্ষাপ্রতিষ্ঠান ঘিরে একের পর এক আন্দোলন, সংঘাত ও নৈরাজ্য, দাবি আদায়ের আন্দোলন ঘিরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচির সমাধান নিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ অসহায়ত্ব প্রকাশ করেন। তিনি বলেন, </span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এগুলোর সমাধান কী করে হবে, আমি তো একলা এগুলোর সমাধান করতে পারছি না। তবে নীতিগতভাবে যেগুলো ন্যায্য দাবি সেগুলো আমার পক্ষ থেকে ছাত্রদের কাছে আহ্বান করেছি, তোমরা তোমাদের দাবি নিয়ে আসো। যেগুলো ন্যায্য দাবি সেগুলো পূরণ করা হবে, রাস্তায় নামতে হবে না।</span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span> <span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ন্যায় দাবি</span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> হিসেবে মেনে নেওয়ায় এরই মধ্যে অনেক আন্দোলন থেমে গেছে বলেও মন্তব্য করেন তিনি।</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><strong><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আরো যেসব প্রকল্পের অনুমোদন</span></span></strong></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চট্টগ্রামের পয়োনিষ্কাশন প্রকল্প ছাড়াও আরো চার প্রকল্পের অনুমোদ দেয় সরকার। এগুলো হচ্ছে খুলনার মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের </span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতাবর্ধন</span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">; শিক্ষা মন্ত্রণালয়ের </span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ক্যাপাসিটি বিল্ডিং অব ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ টু প্রমোট ইয়ুথ এন্টারপ্রেনারশিপ</span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের </span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রজেক্ট (দ্বিতীয় সংশোধিত)</span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">।</span></span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ব্যয় বৃদ্ধি ছাড়াই বেড়েছে আরো দুই প্রকল্পের মেয়াদ। এর মধ্যে রয়েছে র‌্যাব ফোর্সেস সদর দপ্তর নির্মাণ এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ফায়ারিং রেঞ্জের আধুনিকায়ন (প্রথম সংশোধিত)।</span></span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">একটি প্রকল্প ফেরত দেওয়ার প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে টেলিযোগাযোগ স্থাপন প্রকল্পটি বাতিল করা হয়নি। আপাতত স্থগিত করা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ব্রিফিংয়ে পরিকল্পনা বিভাগের সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, আইএমইডি সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন, সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সচিব) ড. কাউসার আহমদসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।</span></span></span></span></p> <p> </p>