<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই ছাত্রদের মধ্যে স্থায়ী বিভক্তি, বিভেদ, হিংসা, প্রতিহিংসা, শত্রুতা তৈরি করে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। গতকাল সোমবার জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি এক বিবৃতিতে এমন কথা বলে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিবৃতিতে বলা হয়, ঢাকার সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল, ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ, মাহবুবুর রহমান মোল্লা কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট ও টেক্সটাইল ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, অনেক হতাহত হওয়া, ধ্বংসযজ্ঞ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে জুলাই-আগস্টে সরকার উত্খাতের আন্দোলনে ছাত্রদের ব্যবহার করা হয়েছিল, সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই ছাত্রদের মধ্যে স্থায়ী বিভক্তি, বিভেদ, হিংসা, প্রতিহিংসা, শত্রুতা তৈরি করে দেওয়া হচ্ছে, যেন ছাত্ররা নিকট ভবিষ্যতে আর ঐক্যবদ্ধ হতে না পারে, জবাবদিহি চাইতে না পারে, প্রশ্ন তুলতে না পারে, প্রতিবাদী আন্দোলন করতে না পারে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাসদের বিবৃতিতে বলা হয়, দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবি নস্যাৎ করতে ক্ষমতার চেয়ার থেকেই গৃহযুদ্ধের যে হুমকি দেওয়া হচ্ছে, তারই অংশ হিসেবে ছাত্রদের ভ্রাতৃঘাতী সংঘাত-সংঘর্ষে ঠেলে দেওয়া হচ্ছে। </span></span></span></span></p> <p><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাসদের বিবৃতিতে ক্ষমতালোভীদের ষড়যন্ত্রের ফাঁদ থেকে বেরিয়ে আসার জন্য ছাত্রসমাজের প্রতি আহবান জানানো হয়েছে।</span></span></p>