<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবিধানে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা এবং জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে গণ অধিকার পরিষদ (নুর)। ওই সরকারের মেয়াদ হবে চার মাস। এ ছাড়া বাংলাদেশ রাষ্ট্রের নাম বদলে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণতান্ত্রিক বাংলাদেশ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> রাখার প্রস্তাব দিয়েছে দলটি। একই সঙ্গে সংবিধান থেকে প্রজাতন্ত্র শব্দটি বাদ দেওয়া এবং পদ্ধতিগত বিধানগুলো বাতিল করে যত দূর সম্ভব ছোট আকারে সংবিধান প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়েছে। গতকাল সোমবার ঢাকায় সংসদ ভবন প্লাজায় সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজের কাছে ১৫টি সংবিধান সংস্কার প্রস্তাব জমা দেয় গণ অধিকারের প্রতিনিধিদল। একই দিন আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনে নির্বাচনব্যবস্থার সংস্কারে ১৭টি প্রস্তাব দিয়েছে দলটি। পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এসব প্রস্তাব জমা দেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পরে রাশেদ খান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংস্কার কমিশনে সুপারিশ জমা দেওয়ার শেষ দিন ছিল আজ (গতকাল)। কিন্তু এদিন তাদের অফিসে এসে পাওয়া যায়নি। তাই আমরা ই-মেইলের মাধ্যমে জমা দিয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবিধান সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সংসদের মেয়াদ চার বছর করা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ এবং উচ্চকক্ষে ১০০ ও নিম্নকক্ষে আসন ৩০০ নির্ধারণ করা; নিম্নকক্ষে সরাসরি ভোটে এবং উচ্চকক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটে সংখ্যানুপাতিক হারে আসন নির্ধারণ করা; সংরক্ষিত আসন বাতিল করে সব আসনে সরাসরি নির্বাচন করা; জাতীয় সংসদে ডেপুটি স্পিকার দুজন করা, এর মধ্যে একজন বিরোধী দল থেকে মনোনীত হবেন; দুইবারের বেশি রাষ্ট্রপতি থাকা যাবে না; রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবেন এবং একজন উপরাষ্ট্রপতি থাকবেন। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির মেয়াদ হবে চার বছর। দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, প্রধানমন্ত্রীর মেয়াদ হবে চার বছর; একজন উপপ্রধানমন্ত্রী থাকবেন।</span></span></span></span></span></p>