<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর পল্লবীতে সাত দগ্ধের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আবদুল খলিল (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, মৃতের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। মৃত খলিল তাঁর স্ত্রী ও তিন সন্তান নিয়ে মিরপুর ১১ নম্বরে সি ব্লকের এভিনিউ-৫-এর একটি বাসায় ভাড়া থাকতেন। গত রবিবার দিবাগত ভোর রাতে সেখানে আগুন লেগে পরিবারের পাঁচ সদস্যসহ পাশের রুমের আরো দুজন ভাড়াটিয়া অগ্নিদগ্ধ হয়। তাদের সবাইকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত খলিলের ভাই আব্দুল হালিম জানান, ধারণা করা হচ্ছে, চুলার লিকেজ থেকে রুমটি গ্যাস দিয়ে পূর্ণ ছিল। মশার কয়েল জ্বালাতে গিয়ে বিস্ফোরণ ঘটে। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।</span></span></span></span></span></p>