<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ বলেছেন, বিগত দিনে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটে তা বিদেশে পাচার করেছেন প্রভাবশালী ব্যক্তিরা। তারা এখন জেলখানায় রাজার হালে জীবন যাপন করছেন। তাদের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জামাই আদরে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> খাওয়াচ্ছে রাষ্ট্র।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সোমবার ঢাকায় বাংলা একাডেমি মিলনায়তনে দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির প্রথম জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে আব্দুর রউফ এসব কথা বলেন। তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুর্নীতি আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে। আমরা চান্স পেলেই দুর্নীতি করি। আর চান্স না পেলে সৎ থাকি। আমাদের মধ্যে শৃঙ্খলাবোধের অভাব রয়েছে। দুর্নীতি বন্ধ করতে চাইলে রাষ্ট্রের সর্বক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এতে অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুর্নীতি বন্ধে আইন ও নীতিমালা পরিবর্তনের প্রতি গুরুত্ব আরোপ করে বিচারপতি আব্দুর রউফ বলেন, আইনে এমন বিধান করতে হবে যাতে কেউ ঘুষের টাকা ধরিয়ে দিতে পারলে সে ওই টাকার ৫০ শতাংশ পাবে। কেউ অসৎ উপায়ে অর্থ উপার্জন করেছে, এমন তথ্য দিলে এবং তা প্রমাণিত হলে সেই ওই অর্থের ২৫ শতাংশ পাবে। এ ধরনের বিধান করলে অনেকের ঘরের মানুষ তথ্য দিয়ে সরকারকে সহযোগিতা করবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জোর যার মুল্লুুক তার, দেশে এমন পরিস্থিতি চলছে উল্লেখ করে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, দেশের আর্থিক অবস্থা প্রতিনিয়ত খারাপ হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে না। দুর্নীতিমুক্ত দেশ গড়তে বিকল্প রাজনৈতিক দল গড়তে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির আহ্বায়ক সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের চেয়ে খারাপ। অথচ অন্তর্বর্তী সরকার তামাশা শুরু করেছে। উপদেষ্টারা কোনো কাজ করতে পারছেন না। আমরা বলেছিলাম, কাজের সুবিধার্থে প্রতিটি মন্ত্রণালয়ের অধীনে ১০ জন বিশেষজ্ঞকে নিয়ে একটি প্যানেল তৈরি করুন। সরকার আমাদের প্রস্তাব নেয়নি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>