<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশে বিদেশি বিনিয়োগের বিপুল সম্ভাবনা আছে। তবে বিভিন্ন বাধার কারণে সেই সম্ভাবনা কাজে আসছে না। এর জন্য সংস্কারের মাধ্যমে বিনিয়োগবান্ধব নীতি বাস্তবায়ন প্রয়োজন। পাশাপাশি স্থিতিশীলতাও প্রয়োজন। এ ক্ষেত্রে নির্বাচিত সরকার হলে বিনিয়োগ আকর্ষণ সম্ভব হবে। এ ছাড়া ব্যবসা শুরু করার সব প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতা দূর করতে হবে। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লাল ফিতার দৌরাত্ম্য</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কমানোর পাশাপাশি শুল্কের হারও কমাতে হবে। গতকাল রবিবার রাজধানী ঢাকায় বে অব বেঙ্গল কনভারসেশনের (বিওবিসি) এক অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদেশি বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, তথ্য ও প্রযুক্তি, ওষুধ, অবকাঠামো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসব খাতে বিনিয়োগের সম্ভাবনা আছে। যেকোনো বিদেশি বিনিয়োগকারী বিনিয়োগ করার আগে দেখেন, ওই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও ব্যাবসায়িক স্বচ্ছতা। আলোচনাসভায় বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে স্বাগত জানান বক্তারা। তারা মনে করেন, সংস্কার হলে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্মেলনের এই অধিবেশনে আলোচনার বিষয় ছিল </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভবিষ্যতের বিনিয়োগ : ক্রমবিবর্তিত বাংলাদেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) জ্যেষ্ঠ রিসার্চ ফেলো পারভেজ করিম আব্বাসী। </span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশি উদ্যোক্তারা চান সংস্কার</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশে বিদেশি বিনিয়োগের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু। তাঁর মতে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্তমান অন্তর্বর্তী সরকার বিনিয়োগ আকর্ষণে সংস্কারের উদ্যোগ নিয়েছে। তাই আমি বেশ আশাবাদী। কারণ বাংলাদেশের বিপুল সম্ভাবনা আছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কেন বাংলাদেশের সম্ভাবনা বেশি, এ বিষয়ে তিনটি কারণও দেখিয়েছেন আবদুল আউয়াল মিন্টু। প্রথমত, প্রতিবছর ২০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করেন, তাই শ্রমের অভাব নেই; দ্বিতীয়ত, বাংলাদেশের পণ্যের বাজার উন্নত দেশ, যা বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখে; তৃতীয়ত, যুক্তরাষ্ট্রের নতুন সরকার পণ্যের শুল্ক কমাবে, যা আমাদের বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দেশের ৯৫-৯৬ শতাংশ বিনিয়োগ স্থানীয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেনের মতে, দীর্ঘদিনের অব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে। বর্তমান সরকার বেশ কিছু খাতে সংস্কারের জন্য কমিশন ও কমিটি গঠন করেছে। তাদের সুপারিশ বাস্তবায়ন করার পর বিনিয়োগে সুফল মিলবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও বিদেশি বিনিয়োগের আনুপাতিক দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে তলানিতে। এমনকি নেপাল, পাকিস্তানও বাংলাদেশের ওপরে। বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করলে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিপুল বিদেশি বিনিয়োগ আসবে বলে মনে করেন তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদেশিরা বিনিয়োগ করতে পারেন বলে মনে করেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মুহাম্মদ আলমগীর। তিনি বলেন, দেশে বিদ্যুৎ খাতে বিদেশি বিনিয়োগ আসার সুযোগ আছে। দরকার শুধু বিনিয়োগবান্ধব নীতি। তিনি আরো বলেন, চাকরির বাজারের সঙ্গে শিক্ষার সমন্বয় থাকা দরকার। পোশাক খাতের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ভারত, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ থেকে আনতে হচ্ছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শাহ গ্রুপ ও টিএএস গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হকের মতে, লাল ফিতার দৌরাত্ম্য বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে। লাল ফিতার দৌরাত্ম্য বদলাতে হবে। এ ছাড়া মসৃণ যোগাযোগব্যবস্থার অভাব বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে অন্যতম বাধা। এ ছাড়া যদি যৌক্তিক হারে কর নির্ধারণ করা হয়, তাহলে ব্যবসায়ীরা কর ফাঁকি দিতে ডানে-বাঁয়ে যাবেন না। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এনভয় টেক্সটাইলস অ্যান্ড গ্রিন টেক্সটাইলসের তানভীর আহমেদ বলেন, বিনিয়োগ না হওয়ার জন্য অনেক বাধা আছে। স্বয়ংক্রিয় বা অটোমেশন ব্যবস্থা হলে এসব দুর্বলতা কেটে যাবে। ব্যবসা শুরুর জন্য পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে মাসের পর মাস অপেক্ষা করতে হয়। এসব প্রক্রিয়া ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে শেষ করতে হবে।</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজনৈতিক স্থিতিশীলতা চান বিদেশিরা</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তুরস্কের কে আই অ্যাসেট ম্যানেজমেন্ট কম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা কাইল ইনান বলেন, যেকোনো বিদেশি বিনিয়োগকারী বিনিয়োগ করার আগে দেখেন ওই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও ব্যাবসায়িক স্বচ্ছতা। এসব দেখেই তাঁরা সিদ্ধান্ত নেন। তিনি আরো বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি বেশ ভালো। এ দেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ আছে। এ ছাড়া তথ্য ও প্রযুক্তি এবং ওষুধ খাতেও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার বিপুল সম্ভাবনা আছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইতালির ডিজেল কনসাল্টিংয়ের ব্যবস্থাপক লরা লারুচ্চিয়া বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারস্পরিক যোগাযোগ দরকার। বাংলাদেশকে এ ক্ষেত্রে কাজ করতে হবে।</span></span></span></span></p>