<p style="text-align:justify">সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে নৃত্যরত দুই নারী এক পুরুষের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে— ভিডিওটিতে উপস্থিত ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। এতে দেখা যাচ্ছে, অভিনেতা শাকিব খানের তুফান সিনেমার গান 'দুষ্টু কোকিল' গানে নাচছেন দুই নারী ও এক পুরুষ। ভিডিওটি শেয়ার করে বলা হচ্ছে, "আমাদের বিসিবি'র নতুন বস প্রেসিডেন্ট ফারুক সাহেব। এটা হালাল দূষ্ট কোকিল ডাকে রে কুক কুক কুহু হু<img alt="?" height="16" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tee/1/16/1f611.png" width="16" /> হু উহু উহু হু<img alt="?" height="16" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t4f/1/16/1f601.png" width="16" />"</p> <p style="text-align:justify">তবে ভিডিওটিতে থাকা ব্যক্তি বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ নন বলে নিশ্চিত করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান বুম বাংলাদেশ। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, ভিডিওটিতে থাকা ওই ব্যক্তির নাম অরুণ নস্কর। তিন একজন ভারতীয়। একই স্থান থেকে ধারণ করা একাধিক ভিডিও রয়েছে অরুণ নস্করের ফেসবুক পেজে। তিনি নিজেকে ডিজে অরুণ হিসেবে দাবি করেন। </p> <figure class="image"><img alt="ফারুক" height="456" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/11/18/my1205/্িু.jpg" width="761" /> <figcaption>বিসিবি সভাপতি ফারুক আহমেদের একটি ছবি (বামে) এবং ডিজে অরুণের ছবি (ডানে)।</figcaption> </figure> <p style="text-align:justify">বুম বাংলাদেশ নিশ্চিত করেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। অরুণ নস্কর নামে এক ব্যক্তির উপস্থিতিতে তৈরি ভিডিওকে বিসিবি প্রধান ফারুক আহমেদের ভিডিও হিসেবে দাবি করে প্রচার করা হচ্ছে। </p> <p style="text-align:justify">উল্লেখ্য, গত ২১ আগস্ট বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের পরে তার স্থলাভিষিক্ত হন ফারুক আহমেদ।</p> <p style="text-align:justify"> </p>