<p>পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রস্তাবে রাজি না হওয়ায় জেসন গিলেস্পি আর কোচ হিসেবে থাকছেন না এমনটি জানায় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। ওয়েবসাইটি জানায় তার পরিবর্তে আকিব জাভেদকে সব সংস্করণের কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে পিসিবি। তবে এমন সংবাদ প্রকাশ্যে আসার পর প্রতিবেদনকে ভিত্তিহীন বলে জানিয়েছে পিসিবি।</p> <p><iframe align="middle" frameborder="0" height="900" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://Twitter.com/TheRealPCB/status/1858174288026857743" width="1000"></iframe></p> <p>নিজেদের সামাজিক মাধ্যমে পিসিবি জানিয়েছে, গিলেস্পিই কোচ হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে। বোর্ডটি লিখেছে, ‘এই প্রতিবেদনকে দৃঢ়ভাবে ভিত্তিহীন বলে জানাচ্ছে পিসিবি। পূর্ব ঘোষণা অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি লাল বলের ম্যাচে জেসন গিলেস্পিই পাকিস্তানের কোচের দায়িত্ব পালন করবেন।’</p> <p>দক্ষিণ আফ্রিকা সিরিজ পর্যন্ত গিলেস্পি দায়িত্বে থাকলেও এরপরে কে করবেন তা জানায়নি পিসিবি। কারণ ২০২৬ সাল পর্যন্ত পিসিবির সঙ্গে অস্ট্রেলিয়ান কোচের চুক্তি থাকায় প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ শেষেও তার দায়িত্ব পালন করার কথা। কিন্তু পিসিবি নির্দিষ্ট করে সেই সিরিজ পর্যন্তই দায়িত্ব পালনের কথা জানিয়েছে। এ ছাড়া এই সিরিজের আগেই জিম্বাবুয়ের বিপক্ষে সমান ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও আছে। জিম্বাবুয়ে সফরে কার অধীনে খেলবে পাকিস্তান তা জানায়নি পিসিবি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গিলেস্পির বদলে পাকিস্তানের কোচ হতে যাচ্ছেন আকিব" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731848766-ea068b2c44d1d7f4fb6757d4b75af93e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গিলেস্পির বদলে পাকিস্তানের কোচ হতে যাচ্ছেন আকিব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/17/1447690" target="_blank"> </a></div> </div> <p>অথচ, সীমিত সংস্করণের কোচ গ্যারি কারস্টেন পদত্যাগ করার পর থেকেই সাদা বলের ক্রিকেটের দায়িত্বও পড়েছে টেস্ট কোচ গিলেস্পির কাঁধে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজেও তার অধীনে খেলছে পাকিস্তান। সে হিসেবে জিম্বাবুয়ে সিরিজেও তারই দায়িত্ব পালন করার কথা। কিন্তু পিসিবি তা জানায়নি। একটা কিন্তু রেখেই দিয়েছে। এখন দেখার বিষয় আগামী ২৪ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাকিস্তানের ডাগআউটে কাকে দেখা যায়।</p>