<p style="text-align:justify">জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিয়ালের কামড়ে এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। রবিবার (১৭ নভেম্বর) রাতে ক্যাম্পাসে ভিন্ন ভিন্ন এলাকায় তিনজন শিয়ালের কামড়ের শিকার হন।</p> <p style="text-align:justify">আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী মো. শাহারিয়ার, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী (আনসার সদস্য) অজয় হালদার এবং দোকানদার মো. জব্বার। আহতরা সবাই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে জব্বারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।</p> <p style="text-align:justify">বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের মেডিকেল কর্মকর্তা ডা. আনিসুর রহমান বলেন, ‘রাত ১০টার পর তিনজন শিয়ালের কামড় খেয়ে চিকিৎসা নিতে আসেন।’</p> <p style="text-align:justify">তিনি জানান, এদের মধ্যে জব্বারকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকা থেকে শিয়ালটি আক্রমণ করে। তাকে মুখে, হাতে, পায়ে এবং গোপনাঙ্গে কামড় দেয়। বাকি দুজনের মধ্যে শাহারিয়ারকে প্রীতিলতা হল এলাকা এবং অজয় হালদারকে জয় বাংলা ফটকের মসজিদসংলগ্ন এলাকা থেকে আক্রমণ করে। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।</p> <p style="text-align:justify"> এ ব্যাপারে আহত আনসার সদস্য অজয় হালদার বলেন, ‘আমরা তিনজন রাত ১০টার দিকে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করে একটি শিয়াল জঙ্গল থেকে বের হয়ে পায়ে কামড় দেয়। তখন আমি শিয়ালকে লাথি দিলে সেটি আবার জঙ্গলে চলে যায়।’</p> <p style="text-align:justify">এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান বলেন, ‘শিয়ালের কামড়ের বর্ণনা শুনে ধারণা করছি, শিয়ালটি র‍্যাবিস আক্রান্ত হয়েছে। যার কারণে সে পাগলাটে আচরণ করছে। সামনে এখন যাকে পাবে তাকে সে কামড়াবে। অতিদ্রুত তাকে মেরে ফেলে মাটি চাপা দিতে হবে। যারা আহত হয়েছেন তাদের টিকা নিতে হবে।’</p>