<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের বিভিন্ন পণ্য ও নতুন প্রযুক্তি নিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) আগামী ৬ থেকে ৯ নভেম্বর এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনী তিনটি হচ্ছে ২৩তম টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৪, ২২তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৪ (সামার অ্যাডিশন) এবং ৪৩তম ডাই ও ক্যাম বাংলাদেশ ২০২৪ ইন্টারন্যাশনাল এক্সপো। চার দিনব্যাপী এই টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন বা প্রদর্শনীমেলা আয়োজন করেছে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস বা সেমস-গ্লোবাল ইউএসএ। গত সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিষয়ে বিস্তারিত জানায় প্রতিষ্ঠানটি। আগামী ৬ নভেম্বর বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন এই প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে আশা করছে সেমস-গ্লোবাল ইউএসএ।</span></span></span></span></span></p> <p> </p>