<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের তালিকাভুক্ত কম্পানিগুলোর শেয়ার কেনার আগ্রহ দেখাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। শেয়ারবাজারে বিনিয়োগ টানতে শেয়ার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাসহ বিভিন্ন উদ্যোগ নিতে শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের শেয়ারবাজারে সুশাসন ফিরে আসবে বলে আশাবাদী তারা। দেশে বৈদেশিক মুদ্রা বিনিময় হার স্থিতিশীল হবে এবং ফ্লোর প্রাইসসহ বাজারে হস্তক্ষেপ করার ঘটনা পুনরায় ঘটবে না বলে আশা করছে তারা। যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে সুদের হার কমায় এবং বাংলাদেশের তালিকাভুক্ত অনেক কম্পানির শেয়ারের মূল্য অনেক কম হওয়ায় আবারও তারা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। গত চার বছরে মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে ৪০ শতাংশের বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে বিদেশি বিনিয়োগকারীদের নিট পোর্টফোলিও বিনিয়োগ হয়েছে চার কোটি ৯০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে বিনিয়োগের পরিমাণ ছিল ৩০ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য থেকে জানা যায়, বিদেশি বিনিয়োগকারীরা ২০২১ অর্থবছর থেকে বিপুল হারে শেয়ার বিক্রি করতে শুরু করে, তখন তারা ২৬৯ মিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করে নিয়ে যায়। অবশ্য ২০২২ অর্থবছরে তা কমে ১৫৮ মিলিয়ন ডলারে নেমে আসে। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মার্কেট অ্যানালিটিক অ্যান্ড ইনডেক্স প্রভাইডার এফটিএসই রাসেল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উপস্থিতি যাচাই করতে গত মাস থেকে পুনরায় স্থানীয় শেয়ারগুলোর পর্যালোচনা শুরু করেছে। একই সঙ্গে শেয়ারের কারসাজি রোধে অন্তর্বর্তীকালীন সরকার শেয়ারবাজার সংস্কারের উদ্যোগ নিয়েছে। এতে বাজারে অর্থ বিনিয়োগ শুরু করেছেন বিদেশি বিনিয়োগকারীরা।</span></span></span></span></p>