<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৃষ্টির পূর্ভাবাস ছিল। সেই বৃষ্টিতে গতকাল রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের দেড় সেশনের বেশি সময় বল মাঠে গড়ায়নি। খেলা শুরু হলে ঢাকা উইকেটের সঙ্গে ঘাসের সহায়তা পেয়ে জ্বলে ওঠেন বাংলাদেশের পেসাররা। দারুণ সুইং আর নিখুঁত লাইন-লেংথে আগুন ঝরান শরিফুল ইসলাম, হাসান মাহমুদ। ১৬ রানে পাকিস্তানের ৩ উইকেট তুলে নেন এ দুই পেসার। এরপর প্রতিপক্ষের দুই ব্যাটার সাইম আইয়ুব ও সউদ শাকিল প্রতিরোধ গড়ে তোলেন। এতে ৪১ ওভারে ৪ উইকেটে ১৫৮ রানে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষ করে পাকিস্তান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাওয়ালপিন্ডি যে পেসারদের জন্য স্বর্গরাজ্য সেটা বোঝা যায় ম্যাচের ৪০ ঘণ্টা আগে, চার পেসার নিয়ে স্বাগতিকদের একাদশ ঘোষণা দেখে। বাংলাদেশ নামে তিন পেসার নিয়ে। দিনের খেলা শেষে এর কারণ হিসেবে ডানহাতি পেসার হাসান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুরোটাই কোচ ও অধিনায়কের ব্যাপার। তিন পেসার নিয়ে খেলাটা আমার কাছে মনে হয় ঠিক আছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টস জিতে বল করতে নেমে শুরুতেই পেস আগুনে প্রতিপক্ষকে পোড়ান বাংলাদেশি পেসাররা। ইনিংসের চতুর্থ ওভারে হাসানের অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করেন আব্দুল্লাহ শাফিক। হালকা সুইংয়ের কারণে ব্যাটের বাইরের দিকে লেগে বল চলে যায় স্লিপে, ডান দিকে ঝাঁপিয়ে চমৎকার ক্যাচ নেন জাকির হাসান। ২ রানে ফেরেন আব্দুল্লাহ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খানিক পর শরিফুলের ব্যাক অব লেংথ ডেলিভারি ভেতরে ঢোকার মুখে রক্ষণাত্মক শট খেলার চেষ্টা করেন শান মাসুদ। বল প্যাডে লাগলেও নট আউটের সিদ্ধান্ত দেন ফিল্ড আম্পায়ার। পরে রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। পাকিস্তান অধিনায়ক ফেরেন ৬ রানে। নিজের পরের ওভারে শরিফুল পান তাঁর স্বপ্নের উইকেট। সিরিজ শুরুর আগে জানিয়েছিলেন বাবর আজমের উইকেট নেওয়ার ইচ্ছার কথা। গতকাল বাবরকে রানের খাতা খুলতে দেননি এই বাঁহাতি পেসার। তাতে অবদান কম নয় লিটন দাসের। উইকেটের পেছনে বাঁ দিকে ঝাঁপিয়ে এক হাতে অসাধারণ ক্যাচ নেন তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিজেদের ফিল্ডিংয়ের প্রশংসা করে হাসান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সতীর্থের কাছ থেকে সহযোগিতা পাওয়াটা গুরুত্বপূর্ণ। আজকে সবাই ফিল্ডিংয়ে দারুণ করেছে। বেশ কয়েকটি ক্যাচ নিয়েছে, যা দারুণ। এমন দেখলে সত্যিই ভালো লাগে। দিনশেষে তারা যেহেতু সতীর্থ, তাই ভালো লাগা স্বাভাবিক।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্রুত ৩ উইকেট হারালেও চতুর্থ উইকেটে সাইম ও শাকিলের ৯৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ক্যারিয়ারের প্রথম ফিফটি করা সাইমকে ৫৬ রানে ফিরিয়ে দিয়ে এই জুটি ভাঙেন হাসান। তবে ৫৭ রানে অপরাজিত আছেন সউদ শাকিল। এই ইনিংসে দারুণ এক রেকর্ড গড়েছেন তিনি। মাত্র ১১ টেস্টে এক হাজার রান পূর্ণ করেছেন এই বাঁহাতি ব্যাটার। এটিই পাকিস্তানের দ্রুততম সময়ে হাজার রানের রেকর্ড। শাকিলের সঙ্গে আজ ২৪ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন মোহাম্মদ রিজওয়ান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>