<p>রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেটে হেরেছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ১৪তম টেস্টে এসেছে হেরেছে তারা। এর আগে ১৩ বারের দেখায় বাংলাদেশ একবারই ড্র করতে পেরেছিল। এমন হারের পর থেকে সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। দল নির্বাচন থেকে পেসারদের পারফরম্যান্স—সবকিছু নিয়েই সমালোচনা করছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। তবে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ দলকে।</p> <p>হারের পর পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি দলের সমালোচনা করে এক্সে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘১০ উইকেটে হারের পর এমন পিচ তৈরি, চারজন ফাস্ট বোলার খেলানো এবং বিশেষজ্ঞ স্পিনারকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দেয়। এটা হোম কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব পরিষ্কার দেখতে পাচ্ছি আমি।’</p> <p>একই পোস্টে অবশ্য বাংলাদেশের প্রশংসাও করেছেন আফ্রিদি, ‘এসব বললেও আপনি বাংলাদেশকে কৃতিত্ব না দিয়ে পারবেন না। তারা টেস্টের পুরোটা সময় যে ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে।’</p>