<p>আঙুলে ব্যথা নিয়ে রাওয়ালপিন্ডি টেস্ট খেলতে নেমেছিলেন মুশফিক। অথচ চোট নিয়েও কী অনবদ্য এক ইনিংস উপহার দিলেন ভক্তদের। মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এ ব্যাটার ১৯১ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন। রাওয়ালপিন্ডি টেস্টে তিনি অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন। </p> <p>পাকিস্তানের বিপক্ষে টেস্টে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিক। টেস্টে তিনি দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান।  এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন ১০ টেস্ট সেঞ্চুরি করা তামিম ইকবালকে। ১২ সেঞ্চুরি নিয়ে মুশফিকের ওপরে এখন শুধুই মমিনুল।</p> <p>এই টেস্টে বাংলাদেশের জার্সিতে ১৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন মুশফিক (সব ফরম্যাট মিলিয়ে)। মুশফিক ১৫ হাজার রান করতে খেলেছেন ৪৬২ ম্যাচ। তার ওপরে আছেন তামিম। ১৫ হাজার ১৯২ আন্তর্জাতিক রান তামিমের। আর মুশফিকের ১৫ হাজার ১৫৯ রান।</p> <p>আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের সেঞ্চুরি ২০টি। তার উপরে থাকা তামিমের আছে ২৫ সেঞ্চুরি। এই টেস্টে মুশফিক ছাড়িয়ে গেছেন দেশের বাইরে তামিম ইকবালের ৪ সেঞ্চুরির রেকর্ড। দেশের বাইরে মুশফিকের সেঞ্চুরি ৫টি।</p> <p>টেস্ট ক্যারিয়ারে মিস্টার ডিপেন্ডেবলের ব্যাটিং গড় ৩৯ ছুঁই ছুঁই। তবে ২০২১ সাল থেকে এখন পর্যন্ত তা বেড়ে হয়েছে ৪৭-এর ওপরে। গত তিন বছরে টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও মুশফিক।</p> <p>২১ বছর ধরে পাকিস্তানের মাটিতে টেস্টে বাংলাদেশি ব্যাটারের সেঞ্চুরি খরা কাটালেন মুশফিক। তার আগে পাকিস্তানের মাঠে টেস্টে সেঞ্চুরি ছিল হাবিবুল বাশার ও জাভেদ ওমরের। ২০০৩ সালে তিন অঙ্ক ছুঁয়েছিলেন তারা।</p>