<p style="text-align:justify">রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে টস হতে দেরি হয়েছিল বৃষ্টির কারণে। সেই স্মৃতি আবার ফিরে এসেছে। দ্বিতীয় টেস্টেও হানা দিয়েছে বৃষ্টি। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস বিলম্ব হচ্ছে বৃষ্টির কারণে। এখনো বৃষ্টি হচ্ছে।</p> <p style="text-align:justify">আজ শুক্রবার (৩০ আগস্ট) রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা ছিল। তবে বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হওয়ায় নির্ধারিত সময়ে টস হয়নি। কখন হবে সে সময়ও এখনো জানা যায়নি। কাভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে স্টেডিয়ামের পিচ ও আউটফিল্ডের বড় একটা অংশ।</p> <p style="text-align:justify">দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বজ্রঝড়ের শঙ্কার কথা আগেই জানিয়েছিল সংবাদমাধ্যম। রাওয়ালপিন্ডিতে এখনও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামার পরও মাঠ খেলার উপযোগী করতে আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে। তাই নিশ্চিত ভাবেই বলা যায়, নির্ধারিত সময়ে খেলা শুরু হচ্ছে না। দিনের পুরো ৯০ ওভার খেলা নিয়েও শঙ্কা আছে।</p> <p style="text-align:justify">শেষ টেস্ট শুরুর আগে গতকাল নিজেদের শেষবারের প্রস্তুতিটাও নিতে পারেনি দুই দল। কিন্তু বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেননি ক্রিকেটাররা। আজও দুপুর পর্যন্ত বিচ্ছিন্নভাবে আছে বৃষ্টির পূর্বাভাস। এখন বৃষ্টি থামার পর টস কখন হবে, সেই অপেক্ষা।</p> <p style="text-align:justify">২৩ বছর পর প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়ে সিরিজ জয়ের সম্ভাবনা আছে বাংলাদেশের। অন্যদিকে পিছিয়ে থাকা পাকিস্তানের সিরিজ বাঁচাতে হলে জয়ের বিকল্প নেই।</p>