<p>আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন সাকিব আল হাসান। সেই ধারাবাহিকতায় বেশ কটি ফ্র্যাঞ্চাইজি লিগে ইতিমধ্যে দলও পেয়েছেন তিনি। এবার নতুন আরেকটি লিগে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। </p> <p>লঙ্কা টি-টেন লিগে দল পেয়েছেন সাকিব। প্লেয়ার্স ড্রাফটের আগে তাকে সরাসরি চুক্তিতে নিয়েছে গল মার্ভেলস। সর্বোচ্চ দামের ক্যাটাগরি ‘প্ল্যাটিনামে’ আছেন তিন সংস্করণের সাবেক এক নম্বর অলরাউন্ডার। তাকে নেওয়ার বিষয়টি নিজেদের সামাজিক মাধ্যম ফেসবুক পেজে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি দলটি।</p> <p><iframe frameborder="0" height="673" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="no" src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fgallemarvels%2Fposts%2Fpfbid02fi3Bx3E9UVWjcaDqz1CEhcSu84c7WgwY3yUqQ1ZDGm1AuoJ2FtQCLMP9VtWgZbbBl&width=500&show_text=true&height=673&appId" style="border:none;overflow:hidden" width="500"></iframe></p> <p>সাকিবের ছবি দিয়ে গল লিখেছে, ‘লঙ্কা টি-টেনের জন্য আমাদের প্ল্যাটিনাম প্রি-ড্রাফটের পিক খেলোয়াড় ব্যতিক্রম অলরাউন্ডার সাকিব আল হাসান। তার অভিজ্ঞতা এবং পারফরম্যান্স দেখতে আমরা প্রস্তুত আছি।’</p> <p>ছয় দল নিয়ে আগামী ১২ ডিসেম্বর টুর্নামেন্টটি শুরু হবে। শেষ হবে ২২ ডিসেম্বর। প্রতিটি দলে ১৭ জন ক্রিকেটার থাকতে পারবে। এর মধ্যে ১০ জন শ্রীলঙ্কার। বাকি ৭ জন বিদেশি। আজ সাকিবকে রেখেই মিরপুর টেস্টের দলও ঘোষণা করেছে বাংলাদেশ। ক্যারিয়ারের বিদায়ী টেস্ট খেলতে আগামীকাল দেশে আসবেন বাঁহাতি স্পিনার। আর চিটাগং কিংসের হয়ে এবারের  বিপিএল মাতাবেন তিনি।</p>