<p>‘ষড়যন্ত্রমূলকভাবে’ দায়ের করা হত্যা মামলার চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল হাসানকে। অভিযোগ অসত্য হওয়ায় তিনি নিজেই ওই শিক্ষকের নাম সরিয়ে নেন।</p> <p>শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল বিষয়টি নিশ্চিত করে বলেন, এই মামলা এজাহারভুক্ত হওয়ার আগেই যাচাই করা হয়। মামলাটি মূলত প্রাথমিক স্টেজে ছিল। অভিযোগ অসত্য হওয়ায় পরবর্তী সময়ে বাদী নিজেই শেকৃবি শিক্ষকের নাম সরিয়ে নেন। যার পরিপ্রেক্ষিতে সব অভিযোগ থেকে অব্যাহতি পান তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেকৃবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের কার্যকারিতা নিয়ে শঙ্কা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/16/1729053187-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেকৃবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের কার্যকারিতা নিয়ে শঙ্কা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/16/1435688" target="_blank"> </a></div> </div> <p>গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের আন্দোলনে শেরেবাংলানগরের ফুলমার্কেট অঞ্চলে হাফিজুর রহমান সুমন (৪২) জখম হয়ে মৃত্যুবরণ করেন। হাফিজ হত্যায় শেখ হাসিনাকে এক নম্বর এবং ওবায়দুল কাদেরকে ২ নম্বর আসামি করে ১০০ জনের অধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন তার স্ত্রী বিথি আক্তার। এই নাম অন্তর্ভুক্তিকরণে ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে থাকা শেকৃবির সহযোগী অধ্যাপক কামরুল হাসানের নাম তালিকার ৭১ নম্বরে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ অন্তর্ভুক্ত করা হয়। যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলে বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করে আসছিলেন।</p> <p>এ বিষয়ে খোঁজ নিলে জানা যায়, বাদী নিজেও অবগত ছিলেন না কিভাবে হত্যা মামলার তালিকায় শেকৃবি শিক্ষকের নাম যুক্ত হয়েছে। পরবর্তী সময়ে সব অভিযোগ যাচাই ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ওই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/16/1729083833-da1e6dbeac98c3fd05cb31634ee5da28.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/10/16/1435809" target="_blank"> </a></div> </div> <p>ভুক্তভোগী শিক্ষক মো. কামরুল হাসান বলেন, ‘কৃতজ্ঞতা মহান আল্লাহর প্রতি, যিনি সর্বদা সত্যের জয়ের পক্ষে থাকেন। এ ছাড়া আমার অনুষদের শিক্ষার্থী, প্রক্টর অধ্যাপক বাসার স্যার এবং উপাচার্য মহোদয়ের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। সবাই যেভাবে সহযোগিতা করেছেন, এই ঋণ শোধ হওয়ার নয়। তাদের অক্লান্ত পরিশ্রম ও প্রয়োজনীয় পদক্ষেপের কারণেই মামলার চার্জশিট থেকে আমার নাম বাদ দিতে বাধ্য হয়েছে।’</p>