<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে গত বৃহস্পতিবার ভারি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির প্রভাবে মক্কা ও আশপাশের এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বৃহস্পতিবারের এই ভারি বৃষ্টির পর মক্কার নিম্নাঞ্চল ও উপত্যকাগুলোতেও আকস্মিক বন্যা দেখা দেয়। বৃষ্টির আগে সেসব এলাকায় ধূলিঝড় হয়। এতে করে বিভিন্ন জায়গায় দৃশ্যমানতা হ্রাস পায়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র পূর্বাভাসে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা দিয়েছিল। বিশেষ করে মক্কা, জিজান, আসির, আল বাহা ও মদিনায় বন্যা ও শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো মধ্যপ্রাচ্যেও এবার দেখা যাচ্ছে বিরূপ আবহাওয়া। অঞ্চলটির বিভিন্ন জায়গায় অস্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে। মরু অঞ্চলে সচরাচর কম বৃষ্টিপাত হলেও সেসব জায়গায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হচ্ছে। এর মধ্যে মরক্কোর সাহারা মরুভূমিতেও গত ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো বন্যা দেখা দিয়েছে। সূত্র : গালফ নিউজ</span></span></span></span></p>