<p>বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অর্জিত বাংলাদেশ আজ এক নতুন বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়িয়েছে। দীর্ঘ ১৫ বছর দেশের গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার হাইজ্যাক করা হয়েছিল। বাংলাদেশ পরিণত হয়েছিল এক ব্যক্তির ইচ্ছা বাস্তবায়নের মেশিন।</p> <p>তিনি বলেন, এমন এক অস্থিতিশীল পরিস্থিতি থেকে বাংলাদেশকে উদ্ধারে ছাত্র-জনতার ঐতিহাসিক ভূমিকা বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।</p> <p>জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখা আয়োজিত সদস্য শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (১২ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এই শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।</p> <p>জেলা জামায়াতের প্রচার বিভাগের আবু মিহরান বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p>এই শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও মাওলানা মো. শাহজাহান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দিন। </p> <p>প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামী এদেশের মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশে সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য সমানাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। দল ও ধর্মের ভিত্তিতে বিভক্তি রেখা আমরা তুলে দিতে চাই। বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমমর্যাদার ভিত্তিতে জীবনযাপন নিশ্চিত করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।</p> <p>তাঁর মতে, ইসলামের সাম্য, ভ্রাতৃত্ব ও ন্যায়ের ভিত্তিতে সমাজ গড়ে তুলতে হবে। ইসলামকে সহজ ও সাবলীলভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হবে।</p> <p>জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুখ, জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, সাংগঠনিক সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, মাওলানা শফিউল হক জিহাদী, মুহাম্মদ হেদায়াত উল্লাহ, জেলা প্রচার সেক্রেটারি আল আমীন, ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান দেলাওয়ার হোসাইন, কর্মপরিষদ সদস্য জাকির হোসাইন, মুহাম্মদ শাহজাহান প্রমুখ।</p>