<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জন্য ইন্টারনেট ও তথ্য-প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলেছেন, দেশে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমানো, কল রেটের সিলিং উঠিয়ে দেওয়াসহ প্রয়োজনীয় সংস্কারে একটি বিশেষজ্ঞ টাস্কফোর্স গঠন জরুরি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যহীন উন্নয়নে প্রযুক্তির ব্যবহার : নতুন করে যাত্রা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন। প্রযুক্তিভিত্তিক থিংক ট্যাংক টিপাপ (টেক ইন্ডাস্ট্রি পলিসি অ্যাডভোকেসি প্ল্যাটফরম) আয়োজিত এই আলোচনাসভায় অংশ নেন প্রযুক্তি উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিকুর রহমান ও বাংলাদেশ টেলিযোগাযোগ কর্তৃপক্ষের (বিটিআরসি) নবনিযুক্ত কমিশনার মাহমুদ হোসেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টিপাপ প্ল্যাটফরমের সমন্বয়কারী ও বিডিজবসের প্রধান ফাহিম মাসরুরের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় প্রযুক্তি শিল্পের পক্ষ থেকে ২০টি পরামর্শ তুলে ধরেন প্রযুক্তি উদ্যোক্তা আদর্শ প্রাণিসেবার ফিদা হক ও অবাক টেকনোলজির প্রধান দিদারুল ভূঁইয়া। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে টেলিকম বিশেষজ্ঞ মাহতাবউদ্দিন আহমেদ ডাটা ও কল রেট কমানোর ব্যাপারে বেশ কিছু প্রস্তাব তুলে ধরে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ১৫ বছরে কিছু বিশেষ গোষ্ঠীকে ব্যাবসায়িক সুবিধা দেওয়ার জন্য নানা ধরনের কৃত্রিম স্তর তৈরি করে বিশেষ লাইসেন্স দেওয়া হয়েছে। সময় এসেছে ইউনিফায়েড সিঙ্গেল লাইসেন্স পদ্ধতি প্রবর্তন করার। এ ছাড়া বিটিআরসির সোশ্যাল অবলিগেশন ফান্ড নিয়ে স্বচ্ছতা আনার দাবি জানান। সাধারণ নাগরিক যাতে সহজে স্মার্টফোন নিতে পারে তার জন্য বিটিআরসির পক্ষ থেকে প্রয়োজনীয় রুলস সংশোধন করার আহবান জানান তিনি। এখনই কল রেট সিলিং উঠিয়ে নেওয়ার দাবি জানান তিনি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টালিপের প্রধান ড. শাহাদাত খান আলোচনায় বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো হবে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডাটা ইনফ্রাস্ট্রাকচার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। একজন নাগরিক যাতে নিজের তথ্য তার ইচ্ছামতো ব্যবহার (বা শেয়ার) করতে পারে সেই সুবিধা তৈরি করতে হবে। নতুন এআই প্রযুক্তির মাধ্যমে এই ডাটা এনালিসিস করে সহজেই একজন অতি ক্ষুদ্র উদ্যোক্তা ব্যাংক থেকে ঋণ নিতে পারবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের অন্যতম বড় সফটওয়্যার রপ্তানিকারক প্রতিষ্ঠান ব্রেইনস্টেশনের প্রধান রাইসুল কবির বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কম্পানিগুলো যাতে সহজে দেশের বাইরে বিনিয়োগ করতে পারে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য সংস্থাগুলোকে সে ব্যাপারে উদ্যোগ নিতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইওটি উদ্যোক্তা বন্ডস্টেইনের শাহরুখ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্তমানে আইওটি ডিভাইসের ওপর শুল্ক থাকার কারণে আইওটি এবং এর আনুষঙ্গিক শিল্পের বিকাশ হচ্ছে না। এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যরকম গ্রুপের প্রধান মাহমুদুল হাসান সোহাগ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গুণগতমানের আইসিটি শিক্ষা ও প্রশিক্ষণ না দেওয়া গেলে প্রযুক্তিখাত নিয়ে বেশিদূর এগোনো যাবে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশীয় বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের উদ্যোক্তা মাসুদ মীর বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে বৈদ্যুতিক গাড়ি তৈরি করা খুবই জরুরি হলেও নানা আমলাতান্ত্রিক কারণে এখনো বেশিদূর এগোনো যায়নি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>