<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাঘ নিয়ে আমাদের গর্বের অন্ত নেই। ভালোবেসে আমরা আমাদের খেলোয়াড়দের বলি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলার বাঘ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। একসময় এই রাজকীয় বাঘ (বেঙ্গল টাইগার) সারা বাংলাদেশেই ছিল। পঞ্চাশের দশকেও ভাওয়াল ও মধুপুরের জঙ্গলে বাঘের অস্তিত্ব ছিল বলে তথ্য পাওয়া যায়। কিন্তু আজ সেই বাঘ একমাত্র সুন্দরবনে অল্প সংখ্যায় রয়েছে। ২০০০ সালের দিকেও বলা হতো সুন্দরবনে বাঘ রয়েছে চার শর মতো। ২০১৮ সালের জরিপে সেই সংখ্যা এসে দাঁড়ায় ১১৪-তে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, বাঘের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুন্দরবন বাঘ জরিপ ২০২৪</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অনুযায়ী বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১২৫-এ। অর্থাৎ বাঘের সংখ্যা ১১ বৃদ্ধি পেয়েছে। এটি বাঘের অস্তিত্বের জন্য অনেক বেশি তাৎপর্যপূর্ণ। এর অর্থ সুন্দরবনে বাঘের আবাসযোগ্যতা কিছুটা হলেও উন্নত হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাঘ জরিপের এসব তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত বছরের জানুয়ারি, এপ্রিল, নভেম্বর এবং চলতি বছরের মার্চে সুন্দরবনে এই জরিপ চালানো হয়। বনের দুই হাজার ২৪০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে স্থাপন করা হয় ৬৫৭টি ক্যামেরাফাঁদ। বাঘ এসব ক্যামেরার পাশ দিয়ে যাওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে ছবি ওঠে। ক্যামেরায় ওঠা মোট ৩১ হাজার ৪৮২টি ছবির মধ্যে বাঘের ছবি ছিল সাত হাজার ২৯৭টি। একটি বাঘের অনেক ছবি ওঠে। ক্যামেরা ছাড়াও সুন্দরবনের এক হাজার ৩০৬ কিলোমিটার খালপারে সরেজমিন জরিপ করা হয়। এসব খালে বাঘের পায়ের ছাপ গুনে বাঘের সংখ্যা ও ঘনত্ব পরিমাপ করা হয়। ক্যামেরায় মোট ৮৪টি আর ৪১টি বাঘ খাল জরিপের মাধ্যমে পাওয়া গেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইইউসিএনের তথ্য অনুযায়ী বৈশ্বিকভাবেই বাঘের অস্তিত্ব হুমকির মুখে। বিশ্বব্যাপী বর্তমানে বাঘের সংখ্যা মাত্র তিন হাজার ৮৪০। বাংলাদেশে বাঘকে অতি বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ২০১০ সালে ১৩টি দেশে বাঘ ছিল। এখন আছে মাত্র ১০টি দেশে। দেশগুলো হলো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, রাশিয়া, চীন, থাইল্যান্ড, মায়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসের বনাঞ্চল থেকে বাঘ বিলুপ্ত হয়ে গেছে। উদ্যোগের ঘাটতি হলে বাংলাদেশ থেকেও আমাদের অতি গর্বের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বেঙ্গল টাইগার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হারিয়ে যাবে। বাঘ রক্ষায় আন্তর্জাতিকভাবেও অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। সেসব উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদেরও এগিয়ে যেতে হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুন্দরবনে সামগ্রিকভাবেই বন্য প্রাণীর আবাসযোগ্যতা উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাঘের যাতে খাদ্যসংকট না হয় সে জন্য হরিণের সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। চোরা শিকারিদের দমনে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে।</span></span></span></span></p> <p> </p>