<p>ভারতের মধ্য প্রদেশে বিস্ফোরণে ভেঙে তিনটি ভবনধসে অন্তত চার নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। গতকাল মঙ্গলবার পুলিশ এ কথা জানায়। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মধ্য প্রদেশের মোরেনা জেলার রাঠোর কলোনি এলাকায় গত সোমবার দিবাগত রাতে বিস্ফোরণটি ঘটে। স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টা নাগাদ আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে চারদিক। কলোনির একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। এর জেরে সংলগ্ন আরো দুটি বাড়ি ধসে পড়ে। ধ্বংসস্তূপে বেশ কয়েকজন বাসিন্দা চাপা পড়েন। মোরেনা পুলিশ কর্মকর্তা সমীর সৌরভ বলেছেন, কী কারণে ওই বিস্ফোরণ ঘটল, তা এখনো জানা যায়নি। ধ্বংসস্তূপের নিচ থেকে অক্ষত অবস্থায় একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। অর্থাৎ সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়নি। শহরের পুলিশ সুপার (সিএসপি) রবি সোনার বলেছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে চারটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আহত অবস্থায় আরো পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। তারা এখনো চিকিৎসাধীন। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ভুপেন্দ্র সিং বলেন, বিস্ফোরণের কারণ এখনো পরিষ্কার নয়। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি দল গান পাউডার নাকি গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে, তা নিশ্চিত করতে সক্ষম হবে।</p> <p>সূত্র : আনন্দবাজার পত্রিকা</p>