<p>জার্মানিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বড় রাজনৈতিক দলগুলো আগাম নির্বাচনের তারিখের বিষয়ে একমত হয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বার্তা সংস্থা ডিপিএ ও এএফপিকে জানিয়েছে জার্মান সংসদের কয়েকটি সূত্র। এর আগে গত সপ্তাহে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট ভেঙে যায়।</p> <p>নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, আগাম নির্বাচনের বিষয়ে ওলাফ শোলজের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি ও বিরোধী খ্রিস্টীয় গণতন্ত্রী বা সিডিইউ দলের মধ্যে বোঝাপড়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।</p> <p>তার আগে গত সপ্তাহে শোলজের জোট সরকারে ভাঙন দেখা দেয়। জোটে থাকা এফডিপির সংসদ সদস্য ও অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে বহিষ্কার করেন চ্যান্সেলর শোলজ। এরই পরিপ্রেক্ষিতে জোটের মধ্যে মতবিরোধ তৈরি হয়। আর জোট থেকে নিজেদের সরিয়ে নেয় এফডিপি।</p> <p>এই পরিস্থিতিতে ১৬ ডিসেম্বরে আস্থাভোট অনুষ্ঠিত হবে। তবে ভাঙনের পর সংখ্যালঘু হয়ে পড়া শোলজ সরকার ভোটে আস্থা অর্জনে ব্যর্থ হবে বলে মনে করা হচ্ছে।</p> <p>জার্মানিতে সর্বশেষ সংসদ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর। নির্বাচনের পর শোলজের এসপিডি দল চার বছরের জন্য জোট সরকার গঠন করে। জোট সরকারের অংশ হয় সবুজ দল ও ফ্রি ডেমোক্রেটিক পার্টি এফডিপি। কিন্তু মতপার্থক্যের জেরে তিন বছরের মাথায় জোট সরকারে ভাঙন দেখা দেয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডিসেম্বরেই আস্থাভোটে রাজি জার্মান চ্যান্সেলর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/11/1731321089-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডিসেম্বরেই আস্থাভোটে রাজি জার্মান চ্যান্সেলর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/11/1445391" target="_blank"> </a></div> </div>