<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জার্মানিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৩ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বার্তা সংস্থা ডিপিএ এবং এএফপিকে জানিয়েছে জার্মান সংসদের কয়েকটি সূত্র। দেশটির বড় রাজনৈতিক দলগুলো আগাম নির্বাচনের তারিখের বিষয়ে একমত হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে জার্মানিতে গত সপ্তাহে ভেঙে যায় ওলাফ শোলজের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, আগাম নির্বাচনের বিষয়ে ওলাফ শোলজের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) এবং বিরোধী খ্রিস্টীয় গণতন্ত্রী বা সিডিইউ দলের মধ্যে বোঝাপড়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে গত সপ্তাহে জোটে থাকা এফডিপির সংসদ সদস্য ও অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে বহিষ্কার করেন চ্যান্সেলর ওলাফ শোলজ। এর পরিপ্রেক্ষিতে জোট থেকে নিজেদের সরিয়ে নেয় এফডিপি। এই পরিস্থিতে ১৬ ডিসেম্বরে আস্থা ভোট অনুষ্ঠিত হবে। তবে ভাঙনের পর সংখ্যালঘু হয়ে পড়া শোলজ সরকার ভোটে আস্থা অর্জনে ব্যর্থ হবেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সূত্র : এএফপি, ডয়চে ভেলে</span></span></span></span></p> <p> </p>