<p>জার্মানিতে ক্ষমতাসীন <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">জোট</span> ভাঙনের পর আগামী জানুয়ারিতে আস্থা ভোট নিতে চান চ্যান্সেলর ওলাফ শোলজ। কিন্তু বিরোধীরা দেরি করতে চায় না।</p> <p>প্রধান বিরোধী দল সিডিইউয়ের নেতা ফ্রিডরিখ মেরজের সঙ্গে শোলজের বৈঠক হয়েছে। শোলজ এই আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু সেই আলোচনা সফল হয়নি। তারপর মেরজ জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ারের সঙ্গে দেখা করেন। তাঁদের মধ্যে এক ঘণ্টা ধরে কথা হয়।</p> <p>ধারণা করা হচ্ছে, স্টাইনমায়ারের সঙ্গে মেরজের আলোচনার <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">প্রধান</span> বিষয় ছিল, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। আরেক বিরোধী দল <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">এএফডি</span>-ও অবিলম্বে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">নির্বাচন</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">চেয়েছে।</span> তবে তাদের মধ্যে কী কথা হয়েছে, সে বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানা যায়নি।</p> <p><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">প্রেসিডেন্ট</span> স্টাইনমায়ার এফডিপির তিন মন্ত্রীকে ডিসচার্জ সার্টিফিকেট দিয়েছেন। এক দিন আগেই চ্যান্সেলর শোলজ এফডিপি নেতা ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনারকে বরখাস্ত করেন। তারপর এফডিপির দুই মন্ত্রী পদত্যাগ করেন। পরিবহনমন্ত্রী ফলকার উইসিংকে এফডিপি-ই পূর্ণ মন্ত্রী করেছিল। তবে তিনি দল ছেড়েছেন। তাঁকে এখন শোলজ বিচার মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন।</p> <p><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">শোলজ</span> এখন ইউরোপীয় নেতাদের শীষ বৈঠকে যোগ দিতে  বুদাপেস্টে গেছেন। এসপিডি নেতা ওলাফ শোলজ এফডিপি নেতা লিন্ডনারকে বরখাস্ত করার পর পার্লামেন্টে আইন পাস করার গরিষ্ঠতাও হারিয়েছেন। শোলজ মার্চের শেষের দিকে নির্বাচন চাইছেন। কিন্তু স্থায়িত্বের <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">প্রশ্ন</span> তুলে বিরোধী নেতা মেরজ যত তাড়াতাড়ি <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">সম্ভব</span> নির্বাচন চান। জানা গেছে, মেরজ শোলজকে বলেছেন, এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাঁর সঙ্গে বৈঠক করবেন না। কিন্তু শোলজ অবিলম্বে নির্বাচন চাইছেন না। তিনি একটু সময় নিয়ে তাঁর দলকে সংগঠিত করে নির্বাচনে যেতে চান।</p> <p>এদিকে সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, ওলাফ শোলজ আগামী বুধবার বুন্ডেস্টাগে তাঁর পরিকল্পনার কথা জানাবেন। ক্ষমতাসীন <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">জোটে</span> ভাঙন ও অর্থমন্ত্রী লিন্ডনারকে বরখাস্ত <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">করার</span> পর <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">এটাই</span> হবে জার্মানির পার্লামেন্টে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">শোলজের</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">প্রথম</span> বিবৃতি। শোলজ জানিয়েছেন, তিনি জানুয়ারিতে আস্থা ভোট নিতে চান। <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">সূত্র</span><span dir="RTL" lang="AR-YE" style="font-family:"Times New Roman",serif"> : </span><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ডয়চে</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ভেলে</span></p> <p> </p>