<p style="text-align:justify">রবার্ট লুই স্টিভেনসনের বিখ্যাত উপন্যাস ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের মতো না হলেও অনেকটাই দ্বৈত জীবনযাপন করে আসছেন চীনা এক শিক্ষক। পূর্ব চীনের শানদং বিশ্ববিদ্যালয়ের ৪১ বছর বয়সী অধ্যাপক ড. লিউ ইয়াও দিনের বেলা পদার্থবিজ্ঞানের জনপ্রিয় শিক্ষক। সেই তিনিই রাতে হয়ে যান দেশের নামকরা ব্যান্ডদল জুরিয়াকের মঞ্চ মাতানো গায়ক।</p> <p style="text-align:justify">ড. লিউ ইয়াওয়ের লেখা পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ৮০টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তিনিই আবার ব্যান্ডদলের প্রধান গায়ক। লিউ ইয়াও স্নাতক ডিগ্রি সম্পন্ন করার আগেই ১৯৯৮ সালে শানদংয়ের জিনানে ব্যান্ডদলটি প্রতিষ্ঠিত হয়। দিনদিন গানের দলটি বেশ সুনাম কুড়িয়েছে।</p> <p style="text-align:justify">লিউ ইয়াও শানদং বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেওয়ার পর সহযোগী অধ্যাপক এবং সর্বশেষ অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এযাবৎ প্রকাশিত তাঁর ৮০টিরও বেশি গবেষণাপত্রের মধ্যে অন্তত ১৪টি বিভিন্ন জার্নালের প্রচ্ছদে স্থান পেয়েছে। তিনি একাধিক উদ্ভাবনের পেটেন্টও নিয়েছেন।</p> <p style="text-align:justify">মজার বিষয় হলো, লিউ ইয়াওয়ের কাজ করা ব্যান্ডদলটির কোনো সদস্যই মঞ্চে গাইবার সময় তাঁদের চেহারা দেখান না। মঞ্চে তাঁরা বিভিন্ন ধরনের টুপি পরাসহ বিশেষ সাজ নিয়ে থাকেন। এভাবে দর্শকের সামনে উপস্থিত হওয়ার কারণেও তাঁদের আলাদা পরিচিতি রয়েছে।</p> <p style="text-align:justify">একজন অধ্যাপকের জনপ্রিয় ব্যান্ড তারকা হওয়ার বিষয়টি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মুগ্ধ করেছে। সোশ্যাল মিডিয়ায় একজন মজা করে লিখেছেন, ‘সন্ধ্যায় তিনি হেভি মেটাল মিউজিক বাজান এবং দিনের বেলায় বিভিন্ন ধাতু নিয়ে (যেহেতু পদার্থবিজ্ঞানের শিক্ষক) গবেষণা করেন। সত্যিই তিনি চীনের প্রথম পিএইচডি মেটাল ব্যান্ড গায়ক!’ </p> <p style="text-align:justify">সূত্র : <strong>এনডিটিভি</strong></p>