<p>বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে ক্রমেই মানুষের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। সংগঠন, সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য নেতৃত্ব রয়েছে জামায়াতের। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে মানুষ জামায়াতের ওপর আস্থাশীল। গতকাল শুক্রবার আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ২০২৫-২৬ সেশনের মজলিসে শুরার প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম এসব কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এই অধিবেশন হয়। অনুষ্ঠানে প্রথমে মজলিসে শুরার প্রথম পর্যায়ে নির্বাচিত ২০৬ জন সদস্যকে (নারী-পুরুষ পৃথকভাবে) শপথ পাঠ করানো হয়। পরে দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত ৪১ জনের শপথ শেষে ২০২৫-২৬ সেশনের কর্মপরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। পরে নবনির্বাচিত নায়েবে আমির আব্দুস সবুর ফকির ও হেলাল উদ্দিন এবং সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ শপথ গ্রহণ করেন। এ ছাড়া সহকারী সেক্রেটারি হিসেবে মুহাম্মদ দেলোয়ার হোসাইন সাঈদী, মোহাম্মদ কামাল হোসেন, আবদুল মান্নান ও শামসুর রহমান শপথ পাঠ করেন। ঢাকা মহানগরী দক্ষিণের সব দায়িত্বশীলকে শপথ পাঠ করান মো. নূরুল ইসলাম বুলবুল।</p> <p> </p>