<p>বাইসাইকেল হলো দুই চাকার যান। দুই চাকার যান তিন বা চার চাকার গাড়ির মতো একা একা দাঁড়িয়ে থাকতে পারে না। এটা সোজা করে রেখে ছেড়ে দিলেই পড়ে যায়। অর্থাৎ কোনো সাপোর্ট ছাড়া বাইসাকেলকে দাঁড় করিয়ে রাখা যায় না। </p> <p>তাহলে চলন্ত অবস্থায় বাইসাইকেল পড়ে যায় না কেন?</p> <p>বাইসাইকেল চালানোর সময় এক ধরনের ভৌত নীতির ওপর নির্ভর করতে হয়। সেই নীতি গতিশক্তি ও ভারসাম্যের সঙ্গে সম্পর্কিত। সহজভাবে বললে, বাইসাইকেল চলন্ত অবস্থায় যে ভারসাম্য থাকে, থেমে গেলে ভারসাম্য হারায়। এর পেছনের কারণগুলো জেনে নেওয়া যাক।</p> <p>বাইসাইকেলের চাকার ঘূর্ণন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলন্ত বাইসাইকেলে চাকার ঘূর্ণনের ফলে ‘গাইরোস্কোপিক প্রভাব’ তৈরি হয়। ফলে চাকা ঘূর্ণায়মান অবস্থায় বাইসাইকেলের ভারসাম্য ধরে রাখে। এই প্রভাব বাইসাইকেলকে মাটিতে পড়ে যেতে বাধা দেয়। কিন্তু সাইকেল চাকার ঘূর্ণন বন্ধ হয়ে যায়। তাই গাইরোস্কোপিক প্রভাব আর কাজ করে না। তখন বাইসাইকেল ভারসাম্য হারিয়ে পড়ে যায়।</p> <p>প্রশ্ন আসতে পারে, গাইরোস্কোপিক প্রভাব কী?</p> <p>প্রতিটা ঘূর্ণ্যমান বস্তুর একটি কৌণিক ভরবেগ থাকে। এই ভরবেগ বস্তুটিকে তার ঘূর্ণন অক্ষ ধরে রাখতে সাহায্য করে এবং বাইরের কোনো শক্তি প্রয়োগ না করলে এটি দিক পরিবর্তন করে না। ঘূর্ণন বন্ধ হয়ে গেলে আর কৌণিক ভরবেগ থাকে না বস্তুটির, সুতরাং ঘূর্ণন অক্ষের ভারসাম্যও আর কাজ করে না।</p> <p>বাইসাইকেল চলন্ত অবস্থায় একটি সরলরেখায় থাকে। এই গতিশক্তি বাইসাইকেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আপনি যত বেশি গতিতে বাইসাইকেল চালাবেন, তত বেশি স্থিতিশীলতা পাবেন। কারণ গতিশক্তি বাইসাইকেলের ভারসাম্যকে সামনের দিকে টেনে রাখে। কিন্তু থেমে থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে গতিশক্তি শূন্য হয়ে যায়। ফলে বাইসাইকেল আর স্থির থাকতে পারে না এবং পড়ে যায়। পড়ে যাওয়ার পেছনে মহাকর্ষ বলের প্রভাব কাজ করে। </p> <p>শুধু গতিশক্তি নয়, চালকও বাইসাইকেলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাইকেল চালানোর সময় চালক শরীরের ভার ডান-বাঁ দিক সামঞ্জস্য করে বাইসাইকেলের ভারসাম্য রক্ষা করেন। বাইসাইকেল স্থির থাকলে চালকের শরীরের সামান্য ভারসাম্যহীনতাও বাইসাইকেলকে উল্টে ফেলতে পারে।</p> <p>এ ছড়া বাইসাইকেলের ওজন এবং চালকের অবস্থান মিলিয়ে একটি সেন্টার অব গ্র্যাভিটি বা ভারকেন্দ্র তৈরি হয়। চলন্ত অবস্থায় সাইকেলের গতি এই ভারকেন্দ্রকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। সাইকেল থেমে গেলে ভারকেন্দ্রকে ধরে রাখার জন্য বাইসাইকেলে আর কোনো বাহ্যিক শক্তি কাজ করে না। ফলে সাইকেল পড়ে যায়।</p> <p>ভাবুন, আপনি একটি লাটিম ঘোরাচ্ছেন মাটিতে। যতক্ষণ লাটিম ঘোরে ততক্ষণ এটা পেরেকের ওপর ঘুরতে পারে। কিন্তু ঘূর্ণন থেমে গেলেই এটা একপাশে হেলে পড়ে, তারপর মাটিতে গড়াগড়ি খায়। সাইকেলের ব্যাপারটাও এমন।</p> <p>সূত্র : হাউ ইটস ওয়ার্কস</p>