<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার্থীদের ঝরে পড়ার অনেক কারণ আমরা খুঁজে পেয়েছি। কভিডের সময় আমাদের অনেক স্কুল বন্ধ ছিল। পাশাপাশি কিছু অন্য ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান চালু ছিল। ফলে এটা একটা কারণ ছিল। আমরা ঝরে পড়ার আরেকটি কারণ দেখেছি, অনেক জায়গা আছে, যেখানে মা-বাবা চাকরি করেন, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া-আসার সময় প্রাইমারি স্কুলের সঙ্গে তাদের সময় মেলে না। ফলে তারা অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে দিয়ে দেন যেখানে বাচ্চাদের রাখার সুযোগ রয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরো বলেন, এখনো আমাদের নদীভাঙনকবলিত শিশুদের ক্ষেত্রে আলাদা কোনো প্রকল্প নেই। নদীভাঙনে যেসব অঞ্চল পড়েছে সেসব এলাকার শিশুদের পরিসংখ্যান করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেব। নদীভাঙনকবলিত এলাকার শিশুরা যাতে ঝরে না পড়ে সে লক্ষ্যে কাজ করা হবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তসলিমা জাহানসহ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষিকারা উপস্থিত ছিলেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা টাঙ্গাইল পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেন। শিক্ষার্থীদের সঙ্গে নানা বিষয়ে কথা বলে ক্লাস টেস্ট নেন তিনি।</span></span></span></span></p> <p> </p>