<p>বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অর্থনীতি, রাজনীতি, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের ন্যূনতম যতটুকু দরকার, ততটুকু সংস্কার করে জাতীয় নির্বাচনের দিকে যেতে হবে। কারণ নির্বাচন যত দ্রুত হবে, সমস্যা তত কমবে।</p> <p>গতকাল শুক্রবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলন ও আজকের প্রেক্ষিত : নাগরিক ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। যশোর জেলা বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বকারীরা আলোচনা করেন।</p> <p>বিভিন্ন দাবিদাওয়া আদায়ে নানা শ্রেণি-পেশার মানুষের রাজপথে নেমে আসার প্রেক্ষাপট নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদী সরকারের সময় মানুষ রাস্তায় নামতে সাহস পায়নি। কথা বলতে পারেনি। এখন সেই সুযোগ পাচ্ছে। হাজারো মানুষ প্রাণ দিয়েছে পরিবর্তন ও নির্বাচনের জন্য।</p> <p>মির্জা ফখরুল বলেন, ‘আমরাও সংস্কার চাই। সেই সংস্কার হতে হবে টেকসই। সেই সংস্কারে জনগণের কল্যাণ আছে কি না, তা বিবেচনা করতে হবে। সংবিধান পরিবর্তনের জন্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি লাগবে। সেটা তো রাজনৈতিক সরকারই করবে।’</p> <p>অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র-জনতার প্রতি স্যালুট জানিয়ে তিনি বলেন, তারা শেষ গোলটা করেছে; যার মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে।</p> <p>বিএনপির এই নেতা বলেন, জাতির সামনে বিরাট ক্রান্তিকাল। এখন প্রয়োজন ঐক্য। সব মত-পথের দল, মানুষের ঐক্যের মাধ্যমে সমাজের এমন রূপান্তর ঘটাতে হবে, যাতে একটি মূল্যবোধভিত্তিক দেশ গড়া যায়।</p> <p>তিনি সশস্ত্র বাহিনী দিবসে বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি (খালেদা জিয়া) ক্যান্টনমেন্টে যাওয়ায় দেশে খুশির বন্যা বয়ে গেছে। যারা তাকে সেখানে নিয়ে গেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই।</p> <p>অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। স্বাগত বক্তব্য দেন দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।</p> <p> </p> <p> </p>