<p>মারুফা আক্তারের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে মাইয়া বাউচিয়ার ক্যাচ। সব রকমের চেষ্টা শেষে সহজ ক্যাচটি ফেললেন রাবেয়া খান। স্কটল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ক্যাচ মিসের মহড়া দিয়েছিলেন বাংলাদেশের ফিল্ডাররা। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে রাবেয়া যেন সেটাই মনে করিয়ে দিলেন।</p> <p>তবু আঁটসাঁট বোলিংয়ে ইংল্যান্ডের সংগ্রহটা ধরাছোঁয়ার বাইরে যেতে দেননি বাংলাদেশের বোলাররা। সাত উইকেট হারিয়ে ১১৮ রানে থামে ইংলিশদের ইনিংস। উইকেট উৎসবের শুরুটা করেন রাবেয়াই। তখন মাঝে এক ওভার বিরতি দিয়ে নিজের প্রথম ওভারে বাউচিয়াকে আউট করে সাফল্যের দেখা পান এই লেগ স্পিনার। ১৬ রানে বেঁচে যাওয়া বাউচিয়া শেষ পর্যন্ত আউট হন ২৩ রানে।</p> <p>দুই ওপেনারের ৪৮ রানের জুটির পর বাংলাদেশের বোলাররা ভালোই চেপে ধরেন ইংলিশ ব্যাটারদের। আর ৬২ রান যোগ করতেই আরো ছয় উইকেট হারায় ইংল্যান্ড। আউট হন তিনে নামা নার্স স্ক্রেভার ব্রুন্ট (২), হেদার নাইট (৬) ও ড্যানিয়েল ওয়াট হজ (৪১), অ্যালিসা ক্যাপসি (৯), ড্যানিয়েল গিবসন (৭) ও চার্লি ডিন (৪)। ১২ রানে অপরাজিত থাকেন অ্যামি জোন্স।</p> <p>বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন দুই স্পিনার নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন। দুটি উইকেট নেন পেসার রিতু মনি। একটি উইকেট নেন লেগ স্পিনার রাবেয়া খান। ইংলিশদের অল্পতে আটকে ফেলা বাংলাদেশের সামনে সুযোগ থাকছে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয়ের।</p>