<p>বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিওএ মহাপরিচালক জেনারেল মোহাম্মদ সামছুল আলম খান (অব.)। </p> <p>বিওএ মহাপরিচালক সামছুল আলম বলেছেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়েছেন। এখন নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’</p> <p>এক বছরের বেশি মেয়াদ বাকি আছে শফিউদ্দিনের। ফুটবল ও ক্রিকেট ছাড়া বাকি সব ফেডারেশনের সভাপতি সরকার থেকে মনোনীত হন। আর অলিখিত নিয়ম অনুযায়ী বিওএর সভাপতি সাধারণত সেনাপ্রধানই হন। সেই হিসেবে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানই হয়তো বিওএর সভাপতির চেয়ারে বসতে যাচ্ছেন।</p> <p>সরকার পতনের পর থেকেই অন্যান্য প্রতিষ্ঠানের মতো সংস্কার চলছে ক্রীড়াঙ্গনেও। সেই ধারাবাহিকতায় কিছুদিন আগে ক্রীড়াঙ্গনের ৪৫ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের যৌথ তত্ত্বাবধানে একটা সার্চ কমিটিও গঠন করা হয়। সার্চ কমিটি গতকাল থেকে ক্রীড়া ফেডারেশনগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করেছে। এ সময়ই এবার জানা গেল, সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনের সভাপতির পদ থেকে অব্যাহতি চাওয়ার খবর।</p>