<p>প্রতিবছর পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত নিরোধে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে বসুন্ধরা শুভসংঘ। সেই ধারাবাহিকতায় এবারও বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল, জয়পুরহাট শাখা তালবীজ রোপণ কর্মসূচি পালন করেছে। </p> <p>আজ শনিবার বসুন্ধরা শুভসংঘের ক্ষেতলাল শাখার উদ্যোগে তালের চারা ও আঁটি রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার সভাপতি এম রাসেল আহমেদ এবং সদস্য আনোয়ার হোসেন, নাহিদ হোসেন, শামীম হোসেন, শাহিন, রানা প্রমুখ।</p> <p>এর আগে গত চার বছরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জয়পুরহাটের ক্ষেতলাল, কালাইসহ বিভিন্ন স্থানে প্রায় ৪০ হাজার তালের চারা ও আঁটি লাগানো হয়েছে।<br />  </p>