<p>চলতি বছরের পবিত্র হজের ৪০ হাজার কোরবানির পশুর মাংস আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেছে সৌদি আরব। সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে মাদরাসা, এতিমখানা ও দারিদ্র্যপীড়িত ব্যক্তিদের মধ্যে তা বিতরণ করা হয়েছে।</p> <p>রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মাধ্যমে মাংসের কিছু কার্টন হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরবের উপরাষ্ট্রদূত আবদুল আজিজ ফাহাদসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। </p> <p>উপরাষ্ট্রদূত বলেন, পবিত্র হজের পর বিশ্বের বিভিন্ন দেশে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে ৪০ হাজার কোরবানির পশুর মাংস বিতরণ করা হচ্ছে। তা দেশের বিভিন্ন স্থানে বিতরণ করা হচ্ছে। </p> <p>তিনি আরো বলেন, এসব মাংস সৌদি আরবের বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালামের পক্ষ থেকে বাংলাদেশিদের জন্য উপহার হিসেবে এসেছে। এর মাধ্যমে উভয় দেশের মধ্যে সুসম্পর্ক আরো জোরদার হবে। </p> <p>এর আগে সৌদি দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, ১৪৪৫ হিজরির পবিত্র হজ মৌসুমের কোরবানির মাংস বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশে ৪০ হাজার কোরবানির পশুর মাংস পাঠানো হবে। </p> <p>এদিকে গত ২ ডিসেম্বর চট্টগ্রাম সমুদ্রবন্দরে ২৪টি কন্টেইনারে অন্তত ৩৭২ টন কোরবানির মাংস এসে পৌঁছে।</p>