<p>রাজধানীর মোহাম্মদপুরে খালের ওপর শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার প্রতিষ্ঠান ‘সুরের ধারার’ জমির বরাদ্দ বাতিল করেছে ভূমি মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা জারি করা হয়।</p> <p>ভূমি মন্ত্রণালয়ের খাসজমি-১ অধিশাখার উপসচিব মো. আমিনুর রহমান ওই নির্দেশনায় স্বাক্ষর করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নির্ধারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, পাচ্ছে আইনি কাঠামো" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730973105-0ef085cb5a660a1f90744c90fd2cd34f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নির্ধারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, পাচ্ছে আইনি কাঠামো</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/07/1443861" target="_blank"> </a></div> </div> <p>এতে বলা হয়েছে, ‘সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যাকে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়া ঢাকার মোহাম্মদপুর থানাধীন রামচন্দ্রপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সিএস ও এসএ-৬৯২, আরএস-১৮৯৫ এবং সিটি-১১৬৬৭ নম্বর দাগের ০.১৭০০ একর ও ১১৪১২ নম্বর দাগের ০.৩৪২০ একর মোট ০.৫১২০ (শূন্য দশমিক পাঁচ এক দুই শূন্য) একর জমি সিএস হতে আরএস রেকর্ডে ‘খাল’ শ্রেণি থাকায় উক্ত বন্দোবস্ত বাতিল করা হলো।’</p> <p>বিগত সরকারের আমলে রেজওয়ানা চৌধুরী বন্যার ‘সুরের ধারা’ প্রতিষ্ঠানটির জন্য মোহাম্মদপুরের রামচন্দ্রপুর বেড়িবাঁধসংলগ্ন জায়গাটি বরাদ্দ দেওয়া হয়।</p>