<p>১১ থেকে ২০তম গ্রেডে নিয়োগ দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৫ ধরনের পদে সব মিলিয়ে ১১৪ জন নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে (<a href="http://nbr.teletalk.com.bd" target="_blank">http://nbr.teletalk.com.bd</a>) ২৭ অক্টোবর থেকে ১৭ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে।</p> <p><br /> <strong>পদের বিবরণ:</strong></p> <p>১. কম্পিউটার অপারেটর-১৪টি<br /> যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক পাস<br /> বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা</p> <p>২. উচ্চমান সহকারী-২২টি<br /> যোগ্যতা: স্নাতক বা সমমান পাস<br /> বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা</p> <p>৩. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-৩৫টি<br /> যোগ্যতা: স্নাতক বা সমমান পাস<br /> বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা</p> <p>৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক/ অফিস সহকারী-৯টি<br /> যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা</p> <p>৫. ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর-৩৪টি<br /> যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা</p> <p><strong>আবেদন ফি: </strong>চার্জসহ ২২৩ টাকা। </p>