<p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘এত দিন মহান বিজয় দিবস ছিল আওয়ামী লীগের বিজয় দিবস। বিজয় দিবসে শুধু দুটি গান বাজত, যা আপনারা সবাই জানেন। বিজয় দিবস, স্বাধীনতা, সংবিধান ও রাষ্ট্র কারো কোনো একক দল, ব্যক্তি কিংবা পরিবারের হতে পারে না। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এসব নিজের পারিবারিক সম্পদ মনে করেছিল।’</p> <p style="text-align:justify">মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নীলফামারীর সৈয়দপুরে মহান বিজয় দিবস ও জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত মতবিনিময়সভা ও চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">সারজিস আলম বলেন, ‘গত ১৬ বছরে আমরা কেউ আওয়ামী লীগের সেসব কাজের বিরুদ্ধে কথা বলতে পারিনি। যারাই কথা বলেছেন তাদের গুম, খুন ও হত্যা করা হয়েছে। এমনকি মামলা-হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নির্বাচনে আ. লীগের থাকা না থাকা প্রশ্নে যা বললেন রুমিন ফারহানা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/17/1734437146-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নির্বাচনে আ. লীগের থাকা না থাকা প্রশ্নে যা বললেন রুমিন ফারহানা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/17/1458472" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">বাংলাদেশের সার্বভৌমত্ব কেড়ে নিতে ভারত গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে মন্তব্য করে সারজিস বলেন, ‘আওয়ামী লীগের দোসর (ভারত) তাদের ফের ক্ষমতায় বসাতে উঠেপড়ে লেগেছে। কিন্তু দেশের জনগণ একবিন্দু রক্ত থাকতে ভারতের সব ষড়যন্ত্র প্রতিহত করবে। আগামী দিনে আমাদের লড়াই হবে কঠিন ও দীর্ঘ সময়ের। ভারতের তাঁবেদারি বাংলাদেশের জনগণ করে না এবং আগামীতেও করবে না।’</p> <p style="text-align:justify">সৈয়দপুর শহরে বসবাসরত উর্দুভাষীরা (বিহারি) দুর্দশাগ্রস্তভাবে জীবন যাপন করছে বলে উল্লেখ করে তিনি বলেন, তাদের আবাসন সমস্যাসহ সব সমস্যার জন্য প্রয়োজনে সব উপদেষ্টার সঙ্গে কথা বলে সে ব্যাপারে সমস্যা সমাধান করার উদ্যোগ গ্রহণ করা হবে।</p> <p style="text-align:justify">এতে আরো বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ মো. আব্দুল গফুর সরকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মো. রেদোয়ান ইসলাম।</p> <p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ষৈয়দপুর-এর সদস্য জাবেদ আত্তারীর সভাপতিত্বে এসময় মঞ্চে সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সৈয়দপুরের নিহত সাজ্জাদ হোসেনের বাবা মাওলানা মো. আলমগীর হোসেন, জামায়াতে ইসলামী সৈয়দপুর পৌর শাখার আমির মো. শরফুদ্দিন খান উপস্থিত ছিলেন।</p> <p style="text-align:justify">এ ছাড়া মতবিনিময় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিপুল শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।</p>