<p style="text-align:justify">সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাগরণ মঞ্চ। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে প্রথমে খুলনা নগরীর পিকচার প্যালেস মোড় ও পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে। </p> <p style="text-align:justify">এর আগে সংগঠনটি শিববাড়ী মোড়ে কর্মসূচি আহ্বান করলে সেখানে ‘খুলনা সাধারণ শিক্ষার্থীরা’ ব্যানারে পাল্টা কর্মসূচি দিলে স্থান পরিবর্তন করা হয়।</p> <p style="text-align:justify">সমাবেশে বক্তারা অবিলম্বে জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তি দাবি করেন। তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা কোনো রাজনৈতিক হাতিয়ার নয়। তারা ন্যায্য নাগরিক অধিকার চায়। চিম্ময় কৃষ্ণকে গ্রেপ্তার মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার পরিপন্থী। তাই অবিলম্বে চিন্ময় দাসের মুক্তি ও জাগরণ মঞ্চের ৮ দফা মানতে হবে।</p> <p style="text-align:justify">বক্তারা দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন, নিপীড়ন ও কর্মসূচিতে বাধা প্রদানের নিন্দা জানান। তারা বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী অনেক সমর্থক ভুল করে শিববাড়ী মোড়ে গেলে ৫-৬ জন মারধর, লাঞ্ছনা ও হুমকির শিকার হয়েছে। পুলিশ ভুক্তভোগী কয়েকজনকে উদ্ধার করে পরে ছেড়ে দেয়।</p> <p style="text-align:justify">সমাবেশ বক্তব্য দেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, বীরেন্দ্র নাথ ঘোষ, গোপাল চন্দ্র সাহা, বিমান সাহা, বিশ্বজিৎ দে মিঠু প্রমুখ।</p>