<p>চট্টগ্রামের রাউজানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাভুক্ত সড়ক কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ নভেম্বর) হলদিয়ায় রুস্তম শাহ সড়কে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে পালিয়ে যায় তারা।</p> <p>হলদিয়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাজী মো. শফি সওদাগর, সাবেক মেম্বার আহমদ ছফা, এলাকাবাসী মো. তৌহিদ, শফি সওদাগর, মো. জয়নাল, মো. জাগেরসহ অনেকে বলেন ‘রুস্তম শাহ সড়কটি রুস্তম শাহ নুরানি একাডেমি পর্যন্ত বিস্তৃত ও এলাকাবাসীর জন্য অতি গুরুত্বপূর্ণ। কয়েকমাস আগে সড়কটি প্রশস্ত ও বিটুমিনের কার্পেটিংয়ের জন্য ৮১ লাখ টাকা টেন্ডার হয়। টেন্ডারের পর রাস্তাটির দুইপাশে প্রশস্ত করা হয়। ইতিমধ্যে কাজটি শুরু হয়েছে।</p> <p>কিন্তু স্থানীয় ইউসুফ বাড়ির বাসিন্দা মৃত মো. ইউনুছের ছেলে মো. জাফর, মো. রফিক এবং মো. শাকিল এলাকাবাসীর রাস্তা প্রশস্তকরণের দাবিকে উপেক্ষা করে বিভিন্ন এলাকার ভাড়াটিয়া ৩০-৪০ জন লোক ও ২০ জন যুবক এনে সড়ক কেটে মাটি জমিতে ফেলে দেয়। দিনভর এ কার্যক্রম চলতে থাকলে এলাকার লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা ও উপজেলা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলামকে খবর দেয়।</p> <p>রিদুয়ানুল ইসলাম জানান, ‘পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান চালাই। কিছু লোক সড়ক কেটে জমির সঙ্গে মাটি মিশিয়ে ফেলছিল। এর সত্যতা পাওয়ায় কেটে ফেলা মাটি উঠিয়ে সড়কে পুনরায় তোলার নিদের্শনা দিয়েছি এবং এর কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে দায়ীদের পাওয়া যায়নি। তারা পালিয়ে যাওয়ায় কোনো জরিমানা করা সম্ভব হয়নি।’ </p> <p>এলাকাবাসী জানায়, রাস্তা কেটে ফেলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রাস্তাটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করে। এ অবস্থায় এলাকার মানুষের প্রাণের দাবি উপেক্ষা করে রাস্তাটি কেটে ফেলা জঘন্য অপরাধ।</p>