<p>সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে তার জামিন মঞ্জুর করা হয়।</p> <p>২৯ দিন কারাবাসের পর সাবেক মুহিবুর রহমান মানিকের জামিন হয়। শুনানিতে অসুস্থ ও বয়স্ক বিবেচনায় আদালত তার জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা।</p> <p>জানা গেছে, গত ৭ অক্টোবর রাতে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে র‌্যাবের একটি দল পাঁচ বারের সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করে। পরদিন সুনামগঞ্জ সদর থানায় নেওয়া হয় তাকে। গেল ৯ অক্টোবর সুনামগঞ্জ সদর মডেল থানা থেকে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট দ্রুত বিচার আদালতের বিচারক না থাকায় তাকে কারাগারে প্রেরণ করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর। পরে পুলিশ তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। গেল ২০ অক্টোবর শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সুনামগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলা, সাবেক এমপি মানিক কারাগারে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/10/1728547111-a89c40a9ce5f90d647e10b8605d287af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সুনামগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলা, সাবেক এমপি মানিক কারাগারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/10/1433757" target="_blank"> </a></div> </div> <p>আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন জানান, বৃহস্পতিবার সকালে তারা আদালতকে জানিয়েছেন জ্যেষ্ঠ ও বয়স্ক রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য মানিক চোখে দেখতে পান না। এছাড়াও অন্যান্য রোগে ভুগছেন তিনি। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।</p> <p>আদালত সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাস-স্টেশন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশ তাদের ওপর হামলা চালায়। এতে অধিকাংশ শিক্ষার্থী আহত হন। এই ঘটনায় আহত শিক্ষার্থী জহুর আলীর বড় ভাই হাফিজ আলী বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলা করেন। ওই মামলায় গত ৮ অক্টোবর রাতে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। আদালতের বিচারক নির্জন মিত্র মামলাটি আমলে নেন। এ মামলার তিন নম্বর আসামি মুহিবুর রহমান মানিক। একই মামলায় ২ নম্বর আসামি সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নান কারাভোগের পর জামিনে আছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সুনামগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730726496-f1d6f95bcd2ddd8aa4cd05048a645f27.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সুনামগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/04/1442713" target="_blank"> </a></div> </div> <p>এছাড়াও একই মামলায় আসামির তালিকায় ১ নম্বরে আছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য অপসারিত জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা। অন্যান্য আসামিরা হলেন- সুনামগঞ্জ-১ আসনের সাবেক দুই সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার ও মোয়াজ্জেম হোসেন, সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট খায়রুল হুদা, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রদীপ রায়, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন, সুনামগঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, সদর মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ। এর বাইরে অজ্ঞাত পরিচয় আসামি আছেন আরো ১৫০ থেকে ২০০ জন। তারা সবাই পলাতক রয়েছেন।</p>